স্বাধীন জীবনের আশ্বাস দিয়ে, দুয়ারে নতুন তালিবান সরকার

কাবুল শহর এমন সাদা হাের্ডিংয়ে ভরে গিয়েছে। আবার কোথাও লেখা রয়েছে, ‘দাসত্বের শেষ, স্বাধীনতার শুরু। কোনও হাের্ডিং আবার বলছে ‘দেশের শক্তি’ আমরা।

Written by SNS Kabul | September 4, 2021 2:31 am

প্রতিকি ছবি (Photo:SNS)

‘আপনাদের স্বাধীন জীবন মুবারক। কাবুল শহর এমন সাদা হাের্ডিংয়ে ভরে গিয়েছে। আবার কোথাও লেখা রয়েছে, ‘দাসত্বের শেষ, স্বাধীনতার শুরু। কোনও হাের্ডিং আবার বলছে ‘দেশের শক্তি’ আমরা। দেশ গড়ব আমরাই’।

গত ২৪ ঘণ্টায় এইসব হাের্ডিং, ব্যানার দেখছে কাবুল। ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে এই হাের্ডিংগুলি দেওয়া হয়েছে। মােদ্দা কথা হল, নতুন সরকার আসছে আফগানিস্তানে। তাদের স্বাগত জানান আপনারা।

আফগানদের স্বাধীনতা খেয়াল রাখবে নতুন সরকার। প্রথম দফার তালিবান সরকারের যে নাম ছিল, সেই নামই অপরিবর্তিত থাকছে। ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান। তালিবান শাসিত আফগানিস্তানে নতুন সরকারের এটাই নাম হতে চলেছে।

যদিও এখনও সরকারিভাবে এই নাম ঘােষণা হয়নি। ঘােষণা হয়নি মন্ত্রিসভার সদস্যদের নামও। তবে প্রশ্ন এটাই, তাহলে মন্ত্রকের নামে হাের্ডিং কীভাবে প্রকাশ্যে এল? সমস্ত তালিবান শীর্ষনেতাই শুক্রবার কাবুলে এসেছেন বলে জানা গেছে।

নতুন সরকারের নেতৃত্ব দিতে চলছে মােল্লা বরাদরই। তালিবানের প্রতিষ্ঠাতা মােল্লা ওমরের পুত্র মােল্লা মেহমুদ ইয়াকুব সরকারের গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন। এখন প্রশ্ন, সংস্কৃতি মন্ত্রকের তরফে যে হাের্ডিং দেওয়া হয়েছে, তা কি শুধু হাের্ডিংয়েই সীমাবদ্ধ থাকবে, নাকি দুয়ারে নতুন সরকার প্রকৃত পক্ষে দিতে পারবে স্বাধীন জীবনের আশ্বাস, এই নিয়েই আলােচনায় মশগুল গােটা বিশ্ব।