• facebook
  • twitter
Friday, 13 December, 2024

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ খড়গপুরে

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৭ এপ্রিল— পার্টি অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠলো খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডের আয়মা এলাকা৷ ঘটনাস্থলে যাওয়ার পথে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকেরা৷ পরে পুলিশি হস্তক্ষেপে অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে এলেও দীর্ঘক্ষণ পার্টি অফিসের বাইরে বসে থাকেন অগ্নিমিত্রা৷ পরে মহকুমা শাসকের আবেদনে সাড়া দিয়ে এলাকা ছাডে়ন

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর, ২৭ এপ্রিল— পার্টি অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠলো খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডের আয়মা এলাকা৷ ঘটনাস্থলে যাওয়ার পথে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালের পথ অবরোধ করেন তৃণমূল সমর্থকেরা৷ পরে পুলিশি হস্তক্ষেপে অবস্থা খানিকটা নিয়ন্ত্রণে এলেও দীর্ঘক্ষণ পার্টি অফিসের বাইরে বসে থাকেন অগ্নিমিত্রা৷ পরে মহকুমা শাসকের আবেদনে সাড়া দিয়ে এলাকা ছাডে়ন বিজেপি প্রার্থী৷

শুক্রবার বিকেলে খড়্গপুরের রামনবমী ময়দানে বিজেপির এক কর্মী সমাবেশে তৃণমূল ছেডে় বিজেপিতে যোগ দেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ হামনে৷ ২২ সালের পুর নির্বাচনে মুকেশ বিজেপির টিকিটে জয়ী হন৷ কিন্ত্ত কিছুদিন বাদেই তিনি তৃণমূলে যোগ দেন৷ সম্প্রতি তিনি আবার বিজেপিতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করেন৷ বিজেপিতে যোগ দেওয়ার পর এলাকায় ফিরে তিনি তার কার্যালয় থেকে তৃণমূলের পতাকা খুলে নেন এবং বিজেপির পতাকা লাগিয়ে দেন৷ এই খবর পাওয়ার পরেই স্থানীয় তৃণমূল কর্মীরা মুকেশ হামনের অফিস এবং সংলগ্ন বাডি়তে চড়াও হয়৷ নেতৃত্বে ছিলেন শালবনির এক তৃণমূল যুব কংগ্রেসের নেতা৷ খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং কয়েকজন বিজেপি কর্মী৷ তারা ঘটনাস্থলে পৌঁছবার আগেই ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আরেকটি অফিসের সামনে জড়ো হয়ে যান তৃণমূল কংগ্রেস কর্মীরা৷ তারা রাস্তা অবরোধ করেন৷ ঘটনাস্থলে পৌঁছন শহর তৃণমূল কংগ্রেসের রবিশঙ্কর পান্ডে, পুরপ্রধান কল্যাণী ঘোষ, প্রদীপ সরকার, সনু সিং, বি হরিশ কুমার, প্রবীর ঘোষ, হেমা চৌবেরা৷ তারা রাস্তা আটকে মুহূর্মুহূ স্লোগান দিতে শুরু করেন৷ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও কার্যত তারা ছিল দর্শকের ভূমিকায়৷ অগ্নিমিত্রা পাল আধঘন্টা নিজের গাডি়তে বসে থাকেন৷ এরপরে অবরোধ না উঠলে তিনি জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুমকি দেওয়ার পর পুলিশ তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়৷ তৃণমূল কর্মীরা এরপর ৩০০ মিটার দূরে বিতর্কিত পার্টি অফিসে পৌঁছে যান৷ তাদের পিছন পিছন সেই পার্টি অফিসের সামনে ঢুকে যান অগ্নিমিত্রাও৷ পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে৷ তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়, চলে বচসা৷ তার মধ্যেই অগ্নিমিত্রাকে ঘিরে রাখেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা৷ প্রায় ঘন্টা দেডে়ক টালবাহানার পর অবশেষে মহকুমা শাসকের হস্তক্ষেপে অগ্নিমিত্রা এলাকা ছেডে় বেরিয়ে আসেন৷ সিদ্ধান্ত হয় শনিবার মহকুমা শাসকের অফিসে দু’পক্ষকে নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের কাউন্সিলর মুকেশ হামনে আক্রান্ত হয়েছে খবর পেয়ে তার পাশে দাঁড়ানোর জন্য ছুটে এসেছি৷ কিন্ত্ত তৃণমূলের লোকেরা আমাকে আটকে দেয়৷ পুলিশকে বারংবার বলার পরেও তারা কোন ব্যবস্থা নেয়নি৷ পরে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিলে পুলিশ তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে দেয়৷ তৃণমূল কংগ্রেস আমাদের অফিস জবরদখল করেছে৷ মুকেশ হামনে বলেন, ৪৫ বছর ধরে ওটা বিজেপির অফিস৷ আমি ওখানেই বসতাম৷ তৃণমূলে যাওয়ার পর তৃণমূলের পতাকা লাগানো হয়েছিল৷ আজকে বিজেপিতে যোগ দেওয়ার পর আমরা বিজেপির পতাকা লাগিয়ে দিই৷ আমি এখন আতঙ্কে রয়েছি৷ আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা৷ প্রার্থী যেখানে আটকে সেখানে আমাদের পক্ষে থানায় অভিযোগ জানাতে যাওয়া সম্ভব হয়নি৷ তৃণমূল আর পুলিশের ভয়ে ১৬ দিন আমাকে লুকিয়ে থাকতে হয়েছে৷

পূরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, বিজেপি প্রার্থী বাইরে থেকে লোকজনদের এনে অশান্তি বাধাতে চাইছেন৷ ওটা আমাদেরই অফিস৷