ভ্যাকসিন নেই, জুমলা আছে : রাহুল গান্ধি

দেশের বেশিরভাগ রাজ্যে কোভিড টিকার ঘাটতি নিয়ে আজ কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি টুইট করে লেখেন, ‘ভ্যাকসিন নেই, কিন্তু জুমলা রয়েছে।

Written by SNS Delhi | July 15, 2021 4:56 pm

রাহুল গান্ধি (File Photo: IANS)

দেশের বেশিরভাগ রাজ্যে কোভিড টিকার ঘাটতি নিয়ে আজ কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি টুইট করে লেখেন, ‘ভ্যাকসিন নেই, কিন্তু জুমলা রয়েছে। দেশে টিকাকরণের হার ৬০ শতাংশে নেমে যাওয়ায় ফের সরব বিরােধী দলগুলাে।

২১ জুন থেকে দেশে বিনামূল্যে সার্বিক টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত খবরের উল্লেখ করে তিনি দাবি করেন, ‘দেশের রাজধানী সহ বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে।

কিন্তু মােদি সরকার তা অস্বীকার করছে। দিল্লি ও ওড়িশায় ভ্যাকসিন ঘাটতির প্রসঙ্গ উল্লেখ করে দেশে টিকাকরণ প্রােগাম নিয়ে গতকাল কেন্দ্রকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম’।