অভিষেকের সভা ঘিরে সরগরম হবে রাজ্য

Written by SNS April 22, 2024 4:39 pm

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২১ এপ্রিল– এগিয়ে আসছে দ্বিতীয় পর্বের লোকসভা ভোট৷ দ্বিতীয় পর্বে ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা আসনে৷ এখন তাই ওইসব কেন্দ্রে শেষ পর্বের ভোট প্রচার চলছে৷
রবিবার দার্জিলিং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিলিগুড়ি আসেন৷ তিনি শিলিগুড়ি টিকিয়াপাড়ায় বিজয় সঙ্কল্প সভা করেন৷ সেই সভার মাধ্যমে তিনি বিজেপি প্রার্থী রাজু বিস্তকে আবারও বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান৷ তিনি বলেন, দিল্লিতে বিজেপি সরকার থাকার দরুন দেশ বহু ক্ষেত্রে এগিয়ে গিয়েছে৷ এগিয়ে গিয়েছে দার্জিলিং লোকসভা সহ সমগ্র উত্তরবঙ্গ৷ কেন্দ্রে বিজেপি সরকার থাকলে আগামীতে আরও এগিয়ে যাবে গোটা দেশের সঙ্গে দার্জিলিং লোকসভার বাসিন্দারাও৷ এদিকে বিজেপি কর্মীরা বলেন,পাহাড় সমতল সর্বত্র তাঁরা শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীর সমর্থনে৷ মানুষের সাড়াও ভালো পাচ্ছেন৷ উন্নয়নের কথাই তারা মানুষের কাছে বেশি করে মেলে ধরছেন৷

এদিকে বসে নেই রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেস৷ তৃনমুলও উন্নয়নের জন্য তৃণমুলকে চাই বলে প্রচারে মেতেছে৷

এরমধ্যেই আগামী ২৩শে এপ্রিল শিলিগুডি় মহকুমা এলাকায় সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সভার জন্য প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ সাংবাদিকদের রবিবার সেই খবর জানান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ৷

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদান রয়েছে দার্জিলিংয়ে৷ ২৬ শে এপ্রিল সেই নির্বাচন৷ সেই নির্বাচনের আগে ২৩ শে এপ্রিল শিলিগুডি় মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাডি় ব্লকের উত্তরাতে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার সমর্থনে সেই সভা হবে৷

এদিকে পাহাড়ের সুখিয়াপোখরি, পোখরিয়াবং এলাকায় রবিবার বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী ড. মুনীশ তামাংয়ের সমর্থনে ব্যাপক প্রচার হলো৷ কংগ্রেস ও বাম কর্মীরা বলেন, পাহাড় সমতল সর্বত্র ড. মুনীশ তামাংয়ের জন্য প্রচার চলছে৷ সমতলে বাম কংগ্রেস নেতারা ইতিমধ্যে মিছিল করেছেন শেষ মুহূর্তে বাড়ি বাড়িও প্রচার চলছে৷ যেভাবে বাম কংগ্রেস প্রার্থীরা একযোগে তাঁর হয়ে ভোট প্রচার করছেন তাতে আশায় বুক বাঁধছেন ড. মুনীশ তামাংও৷