আরও দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা, নতুন মুখেই ভরসা রাখছে বামফ্রন্ট

Written by SNS March 30, 2024 12:37 pm

নিজস্ব প্রতিনিধি— আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট৷ শুক্রবার আরও দু’টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ সবমিলিয়ে ২৩জন প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুক্রবার ফ্রন্টের বৈঠক শেষে আরামবাগ এবং ঝাড়গ্রাম আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হল বিপ্লবকুমার মৈত্রকে৷ বিপ্লব হলেন খানাকুলের প্রাক্তন সিপিএম বিধায়ক বংশীবদন মৈত্রের বড় ছেলে৷

সোনামণি টুডু সিপিএমের হয়ে প্রার্থী হচ্ছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে৷ এদিকে কোচবিহার লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস৷ যদিও কোচবিহার আসনটিতে বামশরিক ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবে৷ কংগ্রেসের আগেই সেখানে প্রার্থীপদ ঘোষণা করা হয়েছে বামফ্রন্টের তরফে৷ এই প্রসঙ্গে বিমান বসু এদিন কংগ্রেসকে বার্তা দিয়ে বলেন, ‘একে অন্যের বিরুদ্ধে লড়াই করব, তা হবে না৷ কংগ্রেসের কাছে আবেদন করব, আপনারা কোচবিহার নিয়ে ভাবুন৷’ কোচবিহারে প্রথম দফায় ভোটগ্রহণ৷ সেখানে শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ তার আগে বিমানের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে৷ এদিন বামেরা যে দু’জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁরা দু’জনেই নতুন৷