রচনাকে ঘিরে উন্মাদনা

Written by SNS March 17, 2024 3:33 pm

নিজস্ব প্রতিনিধি— সিঙ্গুর থেকে নিজের রাজনৈতিক জীবনের সফর শুরু করলেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তিনি৷ এদিন সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দেন৷ তার পর পদযাত্রা করে যান রতনপুর লোহাপট্টিতে৷

তৃণমূল তাঁকে প্রার্থী ঘোষণা করার পরেই রচনা জানিয়েছিলেন , মমতা বন্দ্যোপাধ্যায় যে সিঙ্গুরে জমি দখলের বিরুদ্ধে নাছোড় লড়াই করেছিলেন, জমি আন্দোলনের সেই আঁতুড়ঘর সিঙ্গুর থেকেই তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চান৷ হলও ঠিক তাই৷ শনিবার দুপুর ২টো নাগাদ রচনা পৌঁছন সিঙ্গুরে৷ সেখানে ঢাক, ঢোল বাজিয়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে প্রার্থীকে বরণ করে নেন স্থানীয় মহিলারা৷ প্রথমে ডাকাত কালী মন্দিরে পুজো দেন রচনা৷ তার পর পুজো দেন পাশের শিবমন্দিরে৷ পুজো সেরে পদযাত্রা করে পৌঁছে যান রতনপুর লোহাপট্টিতে৷ সেখানে হুগলি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার বিধায়ক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন৷ তাঁদের সঙ্গে বৈঠকে বসেন প্রার্থী৷ বৈঠক সেরে সেখানেই একটি কর্মিসভাও করেন রচনা৷