• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সাবান নিয়ে ঝড় খড়গপুর পুরসভায়

অভিষেক রায়, খড়গপুর, ৫ জুলাই: খড়গপুর পুরসভার অপসারণ বিভাগের সামগ্রী কেনা নিয়ে শুক্রবার পুরসভার বৈঠকে সোচ্চার হন দলমত নির্বিশেষে কাউন্সিলররা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৫৯ টাকা দরে পাঁচশো সাবান কেনা হয়েছে। কাউন্সিলরদের অভিযোগ,  তাঁরা কেউই সাবান পাননি। পুরসভার গুদামেও এই সাবান পাওয়া যায়নি। সূত্রটি আরও জানিয়েছে, পুরসভায় ৩২ হাজার ৯০০ টাকায়

অভিষেক রায়, খড়গপুর, ৫ জুলাই: খড়গপুর পুরসভার অপসারণ বিভাগের সামগ্রী কেনা নিয়ে শুক্রবার পুরসভার বৈঠকে সোচ্চার হন দলমত নির্বিশেষে কাউন্সিলররা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৫৯ টাকা দরে পাঁচশো সাবান কেনা হয়েছে। কাউন্সিলরদের অভিযোগ,  তাঁরা কেউই সাবান পাননি। পুরসভার গুদামেও এই সাবান পাওয়া যায়নি। সূত্রটি আরও জানিয়েছে, পুরসভায় ৩২ হাজার ৯০০ টাকায় জঞ্জাল ফেলার ট্রাই সাইকেল এবং ১২১ টাকায় নিম্নমানের গ্লাভস কেনা হয়েছে ।

পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর প্রদীপ দাসের দাবি, প্রত্যেক ওয়ার্ডেই সাবান বিলি করা হয়েছে। রেজিস্টার দেখলেই সেটা জানা যাবে। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা ঘোষ বলেন, আমার সুপারভাইজাররা আমাকে জানিয়েছেন, তাঁদের হাতে কোনও সাবান বা ক্লাব পুরসভার থেকে দেওয়া হয়নি। আমি সেই কথাই রিভিউ বৈঠকে জানিয়েছি। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা ঘোষ বলেন, আমার ওয়ার্ডে কোনও সাবান বা গ্লাভস দেওয়া হয়নি।

Advertisement

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন প্রধান বলেন, আমার ওয়ার্ডের সুপারভাইজার আমাকে জানিয়েছেন, কোনও সাবান  দেওয়া হয়নি। পুরসভা থেকে ঝুড়ি, কোদাল, বেলচা যাই চাইতে গেছি, সবই নেই বলে দেওয়া হয়েছে। এমনকি আবর্জনা ফেলার ট্রলিগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। সেগুলো সারাই করার কোনও উদ্যোগই নেয়নি পুরসভা। এদিকে পুরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, সাবান গ্লাভস নিয়ে কোনও অভিযোগ রিভিউ মিটিংয়ে ওঠেনি।

Advertisement

Advertisement