রাহুল গান্ধি কংগ্রেস দলের সভাপতির পদ থেকে পদত্যাগের প্রেক্ষিতে সােনিয়া গান্ধিকে সাময়িকভাবে অবস্থা সামাল দিতে আহ্বান জানালেন কংগ্রেসের বরিষ্ঠ নেতারা।
দেশের বিভিন্ন রাজ্যে দলের ব্যর্থতার দায় নিয়ে নেতাদের পদত্যাগের হিরিকের ফলে দলের অস্থিত্বের সংকট দেখা দিয়েছে। দলের বরিষ্ঠ নেতাদের অনুরােধের বিষয়ে প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি কোনও মন্তব্য করেননি।
Advertisement
তবে বাহাত্তর বছর বয়স্ক এবং শারীরিকভাবে সমস্যার মধ্যে থাকার ফলে তাঁর পক্ষে সাময়িক হলেও দলের প্রধানের দায়িত্ব নেওয়া খুবই অসুবিধাজনক বলে ঘনিষ্ঠমহলে জানিয়েছেন।
Advertisement
কর্নাটকে জোট সরকার রক্ষার চেষ্টর মাঝেই গােয়ায় অধিকাংশ কংগ্রেস বিধায়করা বিজেপিতে যােগদান দলীয় নেতৃত্বের দুর্বলতাকে প্রকট করে তুলেছে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মিলিন্দ দেওরার মতাে নেতারাও পদত্যাগ করেছেন। এখনও দলের সভাপতি পদে রাহুল গান্ধির সর্বসম্মত বিকল্প খুঁজতে ব্যর্থ নেতারা।
Advertisement



