• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

জমি দখলের টাকায় ৮৭ লাখের সোনা, ৪টি গাড়ি কেনে শাহজাহান, চার্জশিটে দাবি করল ইডি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা– লোকসভা নির্বাচনের আগে থেকেই সন্দেশখালি ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইডি-র আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই শিরোনামে উঠে এসেছে শেখ শাহজাহানের নাম। এরপর তৎকালীন এই তৃণমূল নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ৷ উঠেছে জমি দখল, মহিলাদের ওপর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও৷ টানা কয়েকদিন পলাতক থাকার পর ধরা পড়ে এইসব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা– লোকসভা নির্বাচনের আগে থেকেই সন্দেশখালি ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ইডি-র আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই শিরোনামে উঠে এসেছে শেখ শাহজাহানের নাম। এরপর তৎকালীন এই তৃণমূল নেতা ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ৷ উঠেছে জমি দখল, মহিলাদের ওপর শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও৷ টানা কয়েকদিন পলাতক থাকার পর ধরা পড়ে এইসব অভিযোগের ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহান৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই চার্জশিট অনুয়ায়ী, জমি দখলের টাকায় ৮৭ লাখ টাকার সোনা কিনেছিল শেখ শাহজাহান৷ সোনার পাশাপাশি ৪টি বিলাসবহুল গাড়িও কিনেছিলেন প্রাক্তন এই তৃণমূল নেতা ৷ এছাড়াও ৪ জনের নামে মোট ১ কোটি ১০ লাখ টাকার সম্পত্তি কেনা হয়েছিল ৷ জমি দখলের টাকায় শাহজাহানের সম্পত্তি ও টাকা লেনদেনের পরিমাণ ১৯৯ কোটি ৭৬ লাখ টাকা৷ এই সব তথ্যের উপর ভিত্তি করে ইডির আধিকারিকদের দাবি, শাহজাহানের মোট সম্পত্তির মূল্য ২০০ কোটি ২৬ লাখ টাকা৷

শাহজাহানের ভাই শেখ আলমগিরের ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে৷ শিবু হাজরা ও অন্য এক সঙ্গীর সম্পত্তির পরিমাণও কয়েক কোটি টাকা বলে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা৷ জমি দখল করে টাকা আদায়ের জন্য শাহজাহান ও তাঁর সঙ্গীরা বেআইনি অস্ত্র দিয়ে খুন, খুনের চেষ্টা করত বলে উঠেছে অভিযোগ ৷ পাশাপাশি নিজের এবং তাঁর ভাই ও সঙ্গীদের নামে হওয়া একাধিক মামলা প্রভাব খাটিয়ে শাহজাহান পুলিশের খাতা থেকে সরিয়ে ফেলেছে৷ জেলা ও পঞ্চায়েতস্তরের বিভিন্ন পদে নিজের পছন্দমতো লোকেদের বসানোয় এভাবে সে প্রভাব খাটাতে পারত বলে জানা গেছে৷

Advertisement

একটি বেসরকারি ব্যাঙ্কে তনুশ্রী, জয়ন্তী, চন্দ্রদীপ সহ ৪ জনের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে ৪টি অ্যাকাউন্টের সন্ধান পায় ইডি৷ তাঁরা শাহজাহানের ঘনিষ্ঠ বলে জানা গেছে৷ ৪টি অ্যাকাউন্টের মধ্যে দুটিতে ৩৫ লাখ টাকা করে ৭০ লাখ টাকা ও বাকি ২টি অ্যাকাউন্ট থেকে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে৷ মোট ১ কোটি ১০ লাখ টাকা খরচ করে এই ৪ জনের নামে শাহজাহান সম্পত্তি কেনে বলে অভিযোগ উঠেছে৷

Advertisement

Advertisement