বরাহনগরে সায়ন্তিকা ও ভগবানগোলায় রেয়াত হোসেন তৃণমূল প্রার্থী

Written by SNS March 30, 2024 11:39 am

নিজস্ব প্রতিনিধি— বরাহনগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হল রাজ্যের শাসক দলের পক্ষ থেকে৷ শুক্রবার এই দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ বরাহনগরে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদে রেয়াত হোসেন সরকারের নাম ঘোষণা করা হয়৷ এই দুই কেন্দ্রের জন্য মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷

উল্লেখ্য, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷ অন্যদিকে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃতু্যতে এই কেন্দ্রেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন৷

বাঁকুড়া লোকসভা আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল সায়ন্তিকার৷ সে কারণে বাঁকুড়া জেলার ছোটবড় দলীয় কর্মসূচিতে সায়ন্তিকা প্রায়ই থাকতেন৷ কিন্ত্ত ব্রিগেডের সমাবেশের মঞ্চ থেকে ৪২টি লোকসভা আসনে প্রার্থী তালিকা তৃণমূল ঘোষণা করলেও সায়ন্তিকার নাম ছিল না৷ এই নিয়ে তাঁর খানিকটা অভিমান ছিল৷ বাঁকুড়া লোকসভা আসনে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল৷ উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা৷ কিন্ত্ত সেবার তাঁকে বিজেপির কাছে হারতে হয়৷ ফের তাঁর উপরেই আস্থা রাখল তৃণমূল৷ বরাহনগর উপনির্বাচনে সায়ন্তিকাকে সামনে রেখে তৃণমূল এই কেন্দ্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে কিনা, এখন সেটাই দেখার৷ অন্যদিকে ভগবানগোলা সংখ্যালঘু অধু্যষিত আসন৷ ৬২ শতাংশ মুসলিম ভোট রয়েছে সেখানে৷ তাই স্থানীয় সংখ্যালঘু মুখ রেয়াত হোসেন সরকারকে সেখানে প্রার্থী করা হয়েছে৷ বরাহনগরের জন্য ইতিমধ্যে বিজেপি সজল ঘোষকে প্রার্থী করেছে৷