• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দলনেত্রীর মান রাখলেন সায়নী

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ জুন– যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির অনির্বাণ গাঙ্গুলী ও সিপিএম-এর সৃজন ভট্টাচার্যকে হারিয়ে সংসদে যাওয়ার ছাড়পত্র পেলেন৷ প্রসঙ্গত, এই যাদবপুর লোকসভার আসনেই সিপিএমের দুঁদে আইনজীবী পোড় খাওয়া রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, ১৯৮৩ সালে কংগ্রেসের টিকিটে দাঁডি়য়ে প্রথম বার জিতে সাংসদ হয়ে দিল্লিতে গিয়েছিলেন এই রাজ্যের পর পর তিনবারের মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ জুন– যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির অনির্বাণ গাঙ্গুলী ও সিপিএম-এর সৃজন ভট্টাচার্যকে হারিয়ে সংসদে যাওয়ার ছাড়পত্র পেলেন৷

প্রসঙ্গত, এই যাদবপুর লোকসভার আসনেই সিপিএমের দুঁদে আইনজীবী পোড় খাওয়া রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, ১৯৮৩ সালে কংগ্রেসের টিকিটে দাঁডি়য়ে প্রথম বার জিতে সাংসদ হয়ে দিল্লিতে গিয়েছিলেন এই রাজ্যের পর পর তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

রাজনীতির ইতিহাসের পাতায় যাদবপুরের নাম আলাদা ভাবে লেখা হবে৷ সেখানে জায়গা করে নিলেন সদ্য সাংসদ হয়ে জয়ী সায়নী ঘোষ৷ যাদবপুর লোকসভার সাতটি বিধানসভা এলাকা বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, যাদবপুর, টালিগঞ্জ ও বিতর্কিত ভাঙড় সর্বত্রই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ এগিয়ে আছেন৷

Advertisement

উল্লেখ্য, এই যাদবপুর লোকসভা থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন সুগত বসু কবীর সুমন ও মিমি চক্রবর্তী৷

Advertisement