‘অবসর নিলেই দায় শেষ হয় না’, শাহজাহান মামলায় পুরাতন আইও’র ব্যাখ্যা তলব হাইকোর্টের

Written by SNS April 23, 2024 3:12 pm

নিজস্ব প্রতিনিধি— সন্দেশখালির পুরাতন তিন খুনের মামলা নিয়ে সোমবার ফের হাইকোর্টের তোপের মুখে পড়লো রাজ্য পুলিশ৷ এদিন এই মামলার শুনানি পর্বে বিচারপতি বলেন,‘অবসর নিলে তো আর দায় শেষ হয়ে যায় না৷’ এদিনকার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, ‘সব তথ্য নথি থাকা সত্ত্বেও কেনো রাজ্য মূল অভিযুক্ত শেখ শাজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি?’ কেন শাহজাহানের নামে চার্জশিট দেওয়া হয়নি, তা আগের তদন্তকারী অফিসারকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এদিনের শুনানিতে রাজ্যের তরফ থেকে সওয়াল করা হয়, ‘রাজ্যে কাউকে বাধা দেয়নি অভিযুক্তের নামে চার্জশিট দিতে৷ আগের তদন্তকারী অফিসার, যিনি এখন অবসর নিয়েছেন, তিনি কী করেছেন বলতে পারবো না৷” তখন বিচারপতি বলেন, “তাঁর (তৎকালীন তদন্তকারী অফিসার) বক্তব্য জানতে হবে৷” তিনি বলেন, “তিনি অবসর নিয়েছেন মানে তার দায় শেষ হয়ে যায় না৷ তাঁর (তৎকালীন তদন্তকারী অফিসার) অবস্থান জানাতে হবে৷”

আগামী ১৬ মে পরবর্তী শুনানি রয়েছে৷ ওইদিন রাজ্যকে কেস ডায়েরি হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এদিনও মামলাকারীর তরফ থেকে আবেদন করা হয়, -‘এই তদন্ত সিবিআই-কে দেওয়া হোক৷ এত বছর হয়ে গিয়েছে৷ পরিবারগুলো বিচার পাচ্ছে না৷’ আদালত সুত্রে প্রকাশ গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনজন কে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠে৷ শেখ শাহজাহান, কাদের মোল্লা, আখের আলি গাইন, জিয়াউদ্দিন মোল্লা, আইফুল মোল্লারা সহ আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন এক নিহতের স্ত্রী৷ তবে অভিযোগ, শাহজাহানের নাম এফআইআর-এ প্রথমেই ছিল৷ কিন্ত্ত চার্জশিট যখন আদালতে জমা পডে়, তখন দেখা যায়, শাহজাহানের নামই নেই চার্জশিটে৷ এদিন এই প্রশ্নের উত্তর খুঁজতে বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান বিষয়টি৷ তখন রাজ্য জানায় ‘আগের তদন্তকারী অফিসার যিনি এখন অবসর নিয়েছেন, তিনি কী করেছেন বলতে পারব না’৷ তাতে বিচারপতি বলেন, ‘তাঁর বক্তব্য জানতে হবে৷ তিনি অবসর নিয়েছেন মানে তাঁর দায় শেষ হয়ে যায় না৷ তাঁর অবস্থান জানাতে হবে৷ কেন শাহজাহানের নামে চার্জশিট দেওয়া হয়নি৷’