• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

দাদাকে ছাপিয়ে ৪ লক্ষেরও বেশি ভোটে জয়ী প্রিয়াঙ্কা 

জীবনের প্রথম লড়াই ছিল ওয়েনাড় উপনির্বাচন। আর সেই প্রথম লড়াইতেই দাদা রাহুলকে ছা পিয়ে গেলেন প্রিয়াঙ্কা। এই কেন্দ্রে ৪ লক্ষ, ৮ হাজার ৩৬টি ভোটে জিতলেন প্রিয়াঙ্কা। অনেক পিছনে পড়ে রইলেন তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরি এবং বিজেপির নভ্যা হরিদাস। কংগ্রেসের শক্ত ঘাঁটি এই কেন্দ্রে প্রিয়াঙ্কার জয় নিশ্চিতই ছিল। তুলনা করা হয়েছিল তাঁর দাদা রাহুল গান্ধীর সঙ্গে ব্যবধানের বাড়া-কমা নিয়ে। আর সেখানেও বাজিমাত করলেন প্রিয়াঙ্কা।

জীবনের প্রথম লড়াই ছিল ওয়েনাড় উপনির্বাচন। আর সেই প্রথম লড়াইতেই দাদা রাহুলকে ছা পিয়ে গেলেন প্রিয়াঙ্কা। এই কেন্দ্রে ৪ লক্ষ, ৮ হাজার ৩৬টি ভোটে জিতলেন প্রিয়াঙ্কা। অনেক পিছনে পড়ে রইলেন তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরি এবং বিজেপির নভ্যা হরিদাস। কংগ্রেসের শক্ত ঘাঁটি এই কেন্দ্রে প্রিয়াঙ্কার জয় নিশ্চিতই ছিল। তুলনা করা হয়েছিল তাঁর দাদা রাহুল গান্ধীর সঙ্গে ব্যবধানের বাড়া-কমা নিয়ে। আর সেখানেও বাজিমাত করলেন প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর প্রাপ্ত ভোটের অঙ্ককে উড়িয়ে দিয়ে জয়ী ছিনিয়ে নিলেন হাসতে  হাসতে। একপেশে লড়াইয়ের পর ৪ লক্ষ ৮ হাজার ৩৬টি ভোট পেয়ে জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। 

 
কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচন ছিল প্রিয়াঙ্কার জীবনের প্রথম নির্বাচনী লড়াই। শনিবার সকাল ৮ টায় গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন প্রিয়াঙ্কা। সকাল ৮ টায় প্রার্থীদের অনুমোদিত এজেন্টদের উপস্থিতিতে পোস্টাল ভোট গণনা শুরু করেন নির্বাচনের কর্মকর্তারা। এরপর শুরু হয় ইভিএম-এ ভোট গণনা। দুপুর গড়াতেই বোঝা যায় দাদার মার্জিনকেও ছাপিয়ে যেতে চলেছেন তিনি। দুপুর ১২ টার পর  দেখা যায় ৩ লক্ষ ৬৮ হাজার ৩১৯ ভোটে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তার আগে ১১টা নাগাদ নির্বাচন কমিশন জানায়, ৩ লক্ষ ৭৩ হাজার ৪২৪টি ভোটের মধ্যে প্রিয়াঙ্কা পেয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৫৫৪টি ভোট। সেই সময় পর্যন্ত ৬৪.১৫ শতাংশ ভোট পেয়েছিলেন প্রিয়াঙ্কা।  শেষ পর্যন্ত তিনি জয়ী হলেন ৪ লক্ষেরও বেশি ভোটে।  
 
জয়ের পর ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। আমার উপর এত ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সংসদে আপনাদের কণ্ঠ হতে আমি প্রস্তুত।’ সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দাদার জন্যও বিশেষ বার্তা দিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দাদা তুমি আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ। আমায় পথ দেখিয়েছো তুমি। সবসময় আমার পাশে থেকেছো।’
 

লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কেরালার এই কেন্দ্র থেকে জিতেছিলেন ৬ লক্ষ ৪৭ হাজার ৪৪৫ ভোটে। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২। সেই রেকর্ড ভেঙে ফেললেন প্রিয়াঙ্কা। 

Advertisement

এপ্রিলের লোকসভা ভোটে ওয়েনাড়ে ভোট পড়েছিল ৭৩.৫৭ শতাংশ ভোট। এবার পড়েছিল ৬৪.৭১ শতাংশ। ভোটের হার এতটা কমায় অনেকেই মনে করেছিলেন প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান রাহুলের থেকে কমতে পারে। কিন্তু সেই অনুমানও মিথ্যে হল।  

Advertisement

Advertisement