• facebook
  • twitter
Friday, 4 October, 2024

ধর্ম থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত : দেব

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল— ধর্ম থেকে রাজনীতি কে দূরে সরিয়ে রাখা উচিত বলে মনে করেন বাংলা সিনেমার সুপারস্টার দেব৷ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল লোকসভার দুবারের বিজয়ী সাংসদ৷ এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন৷ মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত পিংলায় একগুচ্ছ কর্মসূচি পালন করেন৷ বুধবার রাম নবমী উপলক্ষে ঘাটালের বিভিন্ন রামপুজো কমিটিতে যান৷ পুজো দেন৷

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল— ধর্ম থেকে রাজনীতি কে দূরে সরিয়ে রাখা উচিত বলে মনে করেন বাংলা সিনেমার সুপারস্টার দেব৷ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল লোকসভার দুবারের বিজয়ী সাংসদ৷ এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন৷ মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত পিংলায় একগুচ্ছ কর্মসূচি পালন করেন৷ বুধবার রাম নবমী উপলক্ষে ঘাটালের বিভিন্ন রামপুজো কমিটিতে যান৷ পুজো দেন৷ এক পথসভায় তিনি জানান, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না৷ তাই ধর্ম থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত৷

রামনবমী আর একে কেন্দ্র করে বিজেপির একছত্র ধর্মীয় উন্মাদনাকে তুমুল সমালোচনা করে দেব বলেন, কিসের এত ভেদাভেদ, কিসের এত হিংসা? সব কিছুকি কোনো দল নিয়ন্ত্রণ করবে? তিনি জানান, সবার উপরে একজন আছেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন৷ যেটাকে আমরা সুপার পাওয়ার বলি৷ সেটা রাম হোক বা রহিম হোক বা গড হোক আমরা তাঁর ভেদাভেদ করার কে?
দেব জানান, ঈশ্বরের কাছে আমরা সবাই সমান৷ তিনি পথ সভায় বলেন,যতটা সম্ভব মানুষের ভালো করে যেতে হবে৷ যাতে মানুষের উপকার হয় তেমন কাজ করতে হবে৷

বিজেপির একতরফা ধর্মীয় মেরু করনের সমালোচনা করে তিনি বলেন, কেউ বা কোনো রাজনৈতিক দল ঠিক করে দিতে পারেন না তুমি এই ধর্মীয় রীতিনীতি আচার আচরণ পালন করো৷ ধর্মীয় স্থানে গিয়ে অনেকেই নিজের জন্যই শুধু মাত্র প্রার্থনা করেন একথা জানিয়ে জানান, ‘আমরা মন্দিরে যায় সবসময়ই নিজের জন্য চায়৷ কিন্ত্ত ভুলে যায় মানুষের জন্য কি চাইলাম৷’ মানুষকে সঠিক পথ দেখানোর কথা জানিয়ে বলেন, ঈশ্বর সকলকে যেন সুমতি দেন৷ সকলে মিলে মিশে যাতে থাকতে পারেন৷ যা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ৷