ভূপতিনগরে পরিকল্পিতভাবে হামলা : অধীর

Written by SNS April 8, 2024 1:21 pm

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৭ এপ্রিল— বাইরে যাতে আর কিছু বেরিয়ে না পড়ে, সেকারণেই শনিবার ভূপতিনগরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যদের উপরে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী৷

মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘এই বাংলায় বড়ো অদ্ভুত ঘটনা ঘটছে যে, রাজ্য সরকারের মদতে ইডি, এনআইএ-এর উপরে হামলা বাড়ছে৷ কে কোন উদ্দেশ্যে আসছে, না আসছে সেটা আমি-আপনি শেষ কথা বলতে পারি না. কোর্ট আছে৷ কোর্টে বিচার হবে৷ কিন্ত্ত তাদের উপরে হামলা করার অধিকার কিন্ত্ত আমার-আপনার নেই৷ পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে৷ আমরা যদি তাদের উপরে হাত তোলা শুরু করি, তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে? এই করে করে সন্দেশখালি, ভূপতিনগর ঘটছে৷ যদি কারও বিরদ্ধে কোনও অভিযোগ থাকে, কেউ যদি তদন্ত করতে আসে, সেই তদন্ত যদি পছন্দ না হয়, তাহলে যে কোনও ব্যক্তির কোটে৪ যাওয়ার অধিকার আছে৷ কিন্ত্ত আমি একথা বলতে পারি না, রাতের অন্ধকারে কেন এসেছো? আমি হামলা করলাম, কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে৷ তাহলে ভুল বার্তা যায়৷ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলি কতগুলি নিদর্শন৷’

এব্যাপারেই অধীর চৌধুরী বলেন, ‘এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং এ রাজ্যে পুলিশের যে সমস্ত কর্তা-ব্যক্তি রয়েছে, তাদরে প্রশ্রয়ে৷ পরিকল্পিতভাবে হামলা৷ যাতে আর কিছু বাইরে বের না হয়৷ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের কীর্তি আর যেন বাজারে প্রকাশ না পায়৷ আমি এটা বলছি না, এনআইএ যেটা তদন্ত করতে এসেছে সেটা সঠিক না বেঠিক৷ সেকথা বলার অধিকার নেই আমার৷ কিন্ত্ত হামলা করার অধিকার কারও আছে বলে আমি মনে করি না৷ তার জন্য কোর্ট আছে৷ যদি ইডি, সিবিআই, এনআইএ অন্যায় করে কারও উপরে জুলুম করে, হামলা করে, তার বাড়ি রেড করতে যায়, তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি, পুলিশ তাদের গ্রেফতার করছে না কেন? সেই দমটা দেখাচ্ছে না কেন?’