পাঠানকোট, সাম্বা ছেড়ে নিশানায় জম্মু কেন?

পাঠানকোট, সাম্বাকে ছেড়ে কেন নিশানা করা হল জম্মু বায়ুসেনার ঘাঁটিকে? এই নিয়ে প্রশ্ন তুললেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী।

Written by SNS Delhi | June 28, 2021 3:36 pm

অবসরপ্রাপ্ত সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী (Photo:SNS)

পাঠানকোট, সাম্বাকে ছেড়ে কেন নিশানা করা হল জম্মু বায়ুসেনার ঘাঁটিকে? এই নিয়ে প্রশ্ন তুললেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী। এই প্রাক্তন সেনাপ্রধানের মতে পাঠানকোটে যুদ্ধবিমান অনেক বেশি রয়েছে। সেটাকেই টার্গেট করলে শত্রুপক্ষের লাভ বেশি হত।

কিন্তু, তা না করে তারা টার্গেট করেছে জম্মু বিমানঘাঁটিকে। ফলে আগামী দিনে দমদম এবং পানাগড়কে টার্গেট করতেই পারে শত্রুপক্ষ। এক্ষেত্রে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর প্রশ্ন, সর্ষের মধ্যে ভূত বসে রয়েছে।

কিনা সেটা আমাদের আগে দেখতে হবে। সেটা পশ্চিমাঞ্চলই হােক বা পূর্বাঞ্চল। সর্ষের মধ্যে ভূত বলতে পাকিস্তানি এজেন্ট নাকি অনান্য কোনও দেশের এজেন্ট বসে আছে কিনা তার কথাই এখানে বলতে চেয়েছেন শঙ্কর রায়চৌধুরী।

এই প্রাক্তন সেনাপ্রধানের মতে সর্ষের খেত হচ্ছে পশ্চিমবঙ্গ। আর ভূত বলতে অন্য দেশের এজেন্টের কথা তিনি বলতে চেয়েছেন। সে কারণেই সবসময় প্রস্তুত থাকতে হবে এবং দমদম ও পানাগড়ের সুরক্ষা আরও জোরদার করতে হবে।