একজনের হাতে রক্ত, আর অন্যজন দেশের লজ্জা: মমতা

Written by SNS April 5, 2024 11:42 am

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৪ এপ্রিল- একুশের বিধানসভায় শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়ানো পাঁচজনের ওপর গুলি চালিয়েছিলেন তৎকালীন এসডিপিও দেবাশিস ধর৷ রাজ্য সরকার তাঁকে এখনও অভিযোগ থেকে অব্যাহতি দেয়নি৷ অন্যজন নিশীথ প্রমাণিত৷ যাঁর বিরুদ্ধে একাধিক মামলা এমনকী খুনের মামলা পর্যন্তও রয়েছে৷ কিন্ত্ত বর্তমানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি৷ তৃণমূল সরকারের খাতায় কলমে অভিযোগ থাকা দুজনকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি৷ এর বিরুদ্ধেই বৃহস্পতিবার সকালে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শীতলকুচিতে গুলি চালানোর অভিযোগ থাকা দেবাশিস ধরকে নিশানা করে বললেন, শীতলকুচিতে গুলি চালিয়ে হাতের রক্ত মোছেনি, প্রার্থী হয়েছেন৷ আর নিশীথ প্রামাণিকের গড়ে দাঁড়িয়েই তাঁকে তুলোধোনা করে বললেন, আমাদের দলের আপদ, বিজেপিতে সম্পদ৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের লজ্জা৷ এখানে অনেক ভালো মানুষ ছিলেন, তাঁদেরকে প্রার্থী করতে পারতেন৷ আমাদের জগদীশ বসুনিয়া হিরের টুকরো৷ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনেক কেস রয়েছে৷ আমি সেগুলি স্থানীয় নেতাদের দিয়ে দেব৷ পাড়ায় পাড়ায় তারা প্রচার করুক৷

বৃহস্পতিবার সকালে কোচবিহারের মাথাভাঙায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সেখানে দাঁড়িয়েই মমতা একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনার প্রসঙ্গ তোলেন৷ তিনি মনে করিয়ে দেন, শীতলকুচিতে ভোটের লাইনে পাঁচজনকে যাঁর জন্য গুলিবিদ্ধ হতে হয়েছিল, তিনি তৎকালীন এসডিপিও দেবাশিস ধর৷ চারজন সংখ্যালঘু এবং একজন রাজবংশীকে গুলিবিদ্ধ হতে হয়েছিল এই দেবাশিস ধরের হাতে৷ মুখ্যমন্ত্রী বলেন, সেই সময় আমি এখান ছুটে এসেছিলাম৷ এই ঘটনায় রাজ্য তাঁকে ছাড়পত্র না দিলেও ভারত সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়েছে৷ বীরভূম থেকে প্রার্থীও করেছে৷

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, শীতলকুচিতে গুলি চালিয়ে হাতের রক্ত মোছেনি৷ এখন বিজেপিতে প্রার্থী হয়েছেন৷ মমতা বলেন, ওরা কোনও সংবিধান মানে না৷ দলের দালালি করে মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই৷

অন্যদিকে এদিন বীরভূমে প্রচার চালানোর সময়ে সেখানকার প্রার্থী দেবাশিস ধরকে শীতলকুচি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, আমার হাতে কোনও রক্ত নেই৷ দোষী হলে কি প্রার্থী হতে পারতাম? শীতলকুচি কাণ্ডে রাজ্যের একজন বড় মাথার বিরুদ্ধে এফআইআর করা আছে, তদন্ত হলে সেই রহস্য উন্মোচিত হবে৷

অন্যদিকে বৃহস্পতিবার কোচবিহারে দাঁড়িয়েই নিশীথ প্রামাণিকের নাম না বলে মমতা অভিযোগ করেন, আমাদের দলে একজন আপদ ছিল৷ বিজেপিতে এখন সম্পদ৷ মমতা প্রশ্ন তোলেন, কোচবিহারে আর কোনও ভালো প্রার্থী ছিল না? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েও তিনি কোচবিহারের উন্নয়নের জন্য কোনও কাজ করেননি বলেই নিশীথ প্রামাণিককে তোপ দাগেন মমতা৷

এ রাজ্যে কোনভাবেই ক্যা হতে দেব না কারণ এর পরেই আসবে এন আর সি ক্যা হলো মাথা আর এন আর সি হলো তার লেজ কোচবিহারের গুমানিহাটে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে এক নির্বাচনী জনসভায় ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই হুঁশিয়ারি দেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি সরকারের তুলোধোনা করেন তাঁর ভাষণের অধিকাংশ সময়ই ব্যয় করেন কেন্দ্রের সমালোচনায় এ দিনের সভায় উপস্থিত ছিলেন দলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রমুখ বিজেপি দলের প্রার্থী ও কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছরে মানুষের জন্য কোনও উন্নয়ন করতে পারেনি এই মন্ত্রী সব সময় গুন্ডামি করে বেড়াচ্ছে৷ এমনকি উদয়ন গুহের উপরেও হামলা চালিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ আনেন৷

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বাবু তোমার নামে কত কেস আছে আমি তা দলীয় নেতাদের জানিয়ে দেব৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি দল কোনও আইন-কানুন মানে না, দেশজুডে় এজেন্সি রাজ চালু করেছে৷ বাংলায় ওরা এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে৷ মাঠে নামিয়ে দিয়েছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ও এন আইএকে৷ ওরা শীতলকুচি কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসার দেবাশীষ ধরকে বীরভূমে প্রার্থী করেছে৷ অথচ তার বিরুদ্ধে ভিজিলেন্স কেস রয়েছে৷ কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আঘাত হেনেছে৷ বাংলার মানুষের প্রতি ক্রমাগত নানাভাবে টর্চার করে চলছে৷ এরা যে সরকারি আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে যেভাবে আক্রমণ ছাডি়য়ে ছিলেন অনেকটা সেই ধাঁচেই এদিন বিজেপিকে কেউটে সাপের সঙ্গেও তুলনা করেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাই পথ দেখাবে দেশকে তৃণমূল কংগ্রেস দলের কোন বিকল্প নাই৷ এ রাজ্যে তাই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেস দলের হাতকে আরো শক্তিশালী করার জন্য কোচবিহারের মানুষের কাছে আবেদন করেন৷ মুখ্যমন্ত্রী তাই কংগ্রেস সিপিএম এবং বিজেপি দলকে একটিও ভোট না দেওয়ার আহবান করেন তৃণমূল সুপ্রিমো৷ রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের মানুষের স্বার্থে তিনি একাধিক প্রকল্প চালু করেছেন৷ কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে৷

কোচবিহারের উন্নয়নের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই জেলার জন্য কি করিনি মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট ও বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে৷ অথচ এখানে বিজেপি দলের থেকে একজন বড় মন্ত্রী থাকা সত্ত্বেও এই জেলার কোন উন্নয়ন ঘটেনি বলে তিনি অভিযোগ করেন৷ পাশাপাশি তিনি আগামী দিনে পানাগর থেকে কোচবিহার পর্যন্ত শিল্প করিডর গডে় তোলার কথাও উল্লেখ করেন৷ এখানে অনেক শিল্প গডে় উঠবে আরো উন্নয়ন হবে অথচ কেন্দ্রীয় সরকার রাজ্যের লক্ষ লক্ষ টাকা আটকে রেখেছে বকেয়া এই টাকা পেলে রাজ্যের আরো উন্নয়ন করা সম্ভব হতো৷

প্রসঙ্গক্রমে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্য থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা রাজস্ব তুলে নিয়ে গিয়েছে এক লক্ষ আশি হাজার কোটি টাকা আটকে রেখেছে বলেও তিনি তোপ দাগেন মুখ্যমন্ত্রী বিজেপির প্রতি কটাক্ষ করে বলেন, এই দল দেশে ‘ওয়ান নেশন ওয়ান পার্টি চালু করতে নানা ফন্দি করছে৷