উদয়নকে আটকাতে কমিশনে নিশীথ

Written by SNS April 18, 2024 1:45 pm

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা, ১৭ এপ্রিল– এবার উদয়ন গুহর গতিবিদি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যেন ভোটের সময় নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে আবেদন রেখেছেন পদ্ম-প্রার্থী৷ যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন নিশীথের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে দাবি করেন, তিনি নিজেই আক্রান্ত হচ্ছেন৷

কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লেখেন, ‘‘আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামির মূল হোতা৷ নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসনের অনুমতিক্রমে করা র্যালিতেই আমাকে দু’বার আক্রমণ করেছেন৷’’ ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ তিনি জানান, ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল৷ উদয়নের ‘হেট স্পিচ’ বা ঘৃণাভাষণের জন্য বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হিংসায় উদ্বুদ্ধ করছেন উদয়ন৷ এমনকি, চিঠিতে নিশীথ উদয়ন সম্পর্কে লিখেছেন, ‘‘উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণাভাষণের জন্য বিখ্যাত৷’’

নিশীথের অভিযোগ, উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় একনায়কতন্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী৷ ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ-না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে না৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উদয়ন বিজেপি কর্মীদের নানা রকম ভাবে অসুবিধায় ফেলছেন৷ তাই আগামী ১৯ মে, কোচবিহার লোকসভায় ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক তাঁর বুথের মধ্যেই৷

অন্যদিকে, কমিশনকে পাঠানো নিশীথের এই চিঠি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন৷ তাঁর দাবি, ভোট ঘোষণার পর থেকে তাঁকেই একাধিক বার আক্রান্ত হতে হয়েছে৷ তাঁর উপর হামলা হয়েছে৷ উদয়নের মন্তব্য, ‘‘আসলে ওঁর (নিশীথ) পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে৷ সেটা বুঝে এখন এমন অবান্তর সব অভিযোগ করছেন৷’’ পাল্টা উদয়নের অভিযোগ, দিনহাটা-সহ কোচবিহারের যত্রতত্র অশান্তির জন্য দায়ী বিজেপি৷ আর সেটা হচ্ছে নিশীথের প্ররোচনাতেই৷ আনন্দবাজার অনলাইনকে উদয়ন বলেন, ‘‘আসলে আমিও চাই আমাকে গৃহবন্দি করুক৷ তার প্রতিক্রিয়াটা কী হয় দেখতে পাবে ওরা৷ আসলে এ সব করে ভোট লুটের পরিকল্পনা হচ্ছে৷ কারণ, আমি উপস্থিত থাকলে এ সব হবে না৷ তবে ভয় নেই, ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় থাকবে৷’’ সব মিলিয়ে ভোটের আগে কোচবিহারের রাজনৈতিক শিবিরে উত্তাপ সৃষ্টি হয়েছে৷