বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠছে প্রধান বিরােধী শক্তি হিসাবে উঠে আসা বিজেপি দল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ দিনাজপুর জেলায় নির্বাচনী ঝড় তুলতে আসরে নামবেন গেরুয়া শিবিরের একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব। জেলার ৬ টি আসন দখল করতে খােদ নরেন্দ্র মােদী সহ বিজেপির চার হেভিওয়েট নেতৃত্ব প্রচার করবেন জেলায়।
দলীয় সূত্রের খবর আগামী ১৫ তারিখে জেলার হরিরামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের হয়ে প্রচার সারবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ। ১৭ এপ্রিল গঙ্গারামপুরে বিজেপি প্রার্থী। সত্যেন্দ্রনাথ রায়ের হয়ে প্রচারে আসছেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মােদী।
Advertisement
একই ভাবে ১৯ তারিখে জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগােয়া। কুমারগঞ্জে ভােটের প্রচারে দেখা যাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী মানস সরকারের হয়ে প্রচার করবেন তিনি। যেখানে সীমান্ত সুরক্ষার একাধিক বিষয়েও প্রতিশ্রুতি দিতে পারেন অমিত শাহ।
Advertisement
২০ এপ্রিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রচারে আসবেন বালুরঘাট শহরে। বালুরঘাটের প্রার্থী অশােক লাহেড়ীর হয়ে প্রচারের ঝড় তুলবেন তিনি। উল্লেখ্য দীর্ঘ জল্পনার পর জেলার বাইরে থেকে প্রার্থী করা হয়েছে অশােক লাহেড়ীকে।
সে দিক থেকেও দলের মনােমালিন্য দুর করতে জেলার সদর শহরে বিজেপি সভাপতির জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ২৩ তারিখে কুশমন্ডির বিজেপি প্রার্থী রঞ্জিত রায়ের হায়েও প্রচার করবেন জে.পি নাড্ডা।
জেলায় পর পর চার জন বিজেপির হেভি ওয়েট নেতৃত্বদের জন সভার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রচার অভিযান। মিটিং মিছিল থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে গিয়েও জনসভার বার্তা ছড়িয়ে দেওয়া হচেছ।
Advertisement



