ফের রাজ্যে নাড্ডা

পূজোর সময় দার্জিলিং সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের রাজ্যে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Written by SNS Delhi | October 29, 2020 2:52 am

জগৎপ্রকাশ নাড্ডা (ছবি টুইটার@JPNadda)

পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। পূজোর সময় দার্জিলিং সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের রাজ্যে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

৬ নভেম্বর দুদিনের জন্য রাজ্যে আসবেন তিনি। ৬ নভেম্বর বর্ধমানে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়াও পূর্ব বর্ধমান, আসানসােল, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে সাংগঠনিক বৈঠক করবেন নাড্ডা। তাৎপর্যপূর্ণভাবে জঙ্গলমহল ফ্যাক্টরকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

লােকসভা নির্বাচনের সময় জঙ্গলমহলে ভালাে ফলাফল করেছিল গেরুয়া শিবির। সেই ধারা অব্যাহত রাখতে চাইছে বিজেপি। তাই ৬ তারিখ জঙ্গলমহল এলাকার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বৈঠকে থাকছেন মেদিনীপুর-ঝাড়গ্রাম, হাওড়া-হুগলি জেলার প্রতিনিধিরা। ৬ নভেম্বর বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল সভা করতে পারেন জে পি নাড্ডা। একুশের আগে বঙ্গ নিয়ে অত্যন্ত সচেতন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। যষ্ঠীর দিন বঙ্গবাসীর উদ্দেশে বক্তব্য রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। পুজোর আগে অমিত শাহের রাজ্যে আসার কথা থাকলেও ব্যস্ততার জনা সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি।