• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

রায়নায় জানালেন মমতা, ‘নির্যাতিতা কর্মী রাজভবনে যেতে ভয় পাচ্ছেন’

নিজস্ব প্রতিনিধি— শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে নারী নির্যাতন ইসু্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালিতে তিনি কিছু হতেই দেননি’৷ তবে মহিলাদের ওপর অত্যাচারের ইসু্যতে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি৷ নিশানা করেছেন নরেন্দ্র মোদিকেও৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগে এই মুহূর্তে তোলপাড় রাজ্য৷ তৃণমূল বিষয়টি নিয়ে তীব্র

নিজস্ব প্রতিনিধি— শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে নারী নির্যাতন ইসু্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালিতে তিনি কিছু হতেই দেননি’৷ তবে মহিলাদের ওপর অত্যাচারের ইসু্যতে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি৷ নিশানা করেছেন নরেন্দ্র মোদিকেও৷ রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগে এই মুহূর্তে তোলপাড় রাজ্য৷ তৃণমূল বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে৷ তবে রাজ্যপালের দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে৷ এটা স্রেফ নির্বাচনী কৌশল৷ ভোটের মুখে তাঁকে অপদস্থ করতেই এই অভিযোগ আনা হয়েছে৷ মমতা রায়নার সভা মঞ্চ থেকে রাজ্যপালের বিরুদ্ধে তুলেছেন আরও বড় অভিযোগ৷ তিনি বলেছেন, ”একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত৷ তাঁর সঙ্গে কী ব্যবহার করেছেন রাজ্যপাল? আমার কাছে একটা নয়, হাজারটা ঘটনা এসেছে কিন্ত্ত আমি কোনও দিন কিছু বলিনি৷ কিন্ত্ত কালকে মেয়েটির কান্না হৃদয় বিদারক৷ ”মমতা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের ওই মেয়েটি আর রাজভবনে কাজ করতে যাবেন না বলে বলেছেন৷ তৃণমূল নেত্রী জানান, ”আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি মন দিয়ে৷ ও আর সেখানে কাজ করতে যেতে চাইছে না৷ ভয় পাচ্ছে, আবার যদি এমন কিছু হয়৷ যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে৷” রাজ্যপাল রাজভবনের কর্মী ওই মেয়েটিকে পরপর দু’বার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, আগে নিজের দিকটা দেখুন, তারপর সন্দেশখালি নিয়ে বলবেন! তিনি এই প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, ”সেখানেই তো কাল আপনি থেকে এলেন৷ একটা কথাও তো বললেন না৷ আপনি আবার মা-বোনেদের সম্মান নিয়ে কথা বলেন! আপনার দাঁতের পাটিটাই খুলে পডে় যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য৷” পাশাপাশি সন্দেশখালি নিয়ে মমতার দাবি, সেখানে জমি-ভেডি় নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয় নিয়ে রাজভবনের কর্মীদের উদ্দেশে অডিও বার্তা দিয়েছেন রাজ্যপাল বোস৷ তাঁর দাবি, তাঁকে অপদস্থ করতে রাজনৈতিক কারণে রাজভবনে আরও এক ব্যক্তিকে ঢোকানো হয়েছে৷ অডিও বার্তায় বোস বলছেন, “এটা প্রত্যাশিতই ছিল৷ তবে এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না৷” রাজভবনের দাবি, রাজ্যপাল যেহেতু রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন তাই পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল৷

Advertisement

Advertisement