রেড রোডে বিজেপিকে এজেন্সি তোপ মমতার

Written by SNS April 12, 2024 11:02 am

নিজস্ব প্রতিনিধি— রেড রোডের মঞ্চ থেকে বৃহস্পতিবার নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা এদিন বলেন, এজেন্সিকে ব্যবহার করে যতই অত্যাচার করুন না কেন, আমরা ভয় পাই না৷ অন্যদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সরাসরি কেন্দ্রে সরকার পরিবর্তনের ডাক দিলেন৷ রেড রোডের মঞ্চ থেকে এদিন এনআরসি-সিএএ-এর পাশাপাশি ইউনিফর্ম সিভিল কোড নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়৷

বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রেড রোডে ইদের নামাজে উপস্থিত হলেন মমতা৷ এদিন সকলকে ইদের শুভেচ্ছা জানান নেত্রী৷ সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর সময়ে বিজেপির অশান্তি বাধানোর প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য আবেদন জানান৷ মমতা এদিন মাইক্রোফোন হাতে নিতেই শুরু হয়ে যায় জয়ধ্বনি৷ এদিন রেড রোডে অনুষ্ঠানে উপস্থিত এক ছোট শিশুকে কোলে তুলে নিতেও দেখা যায় তাঁকে৷

নির্বাচনী প্রচারের মধ্যেই উত্তরবঙ্গ থেকে ফেরার পথেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে বার্তা দেবেন৷ বৃহস্পতিবার রেড রোডের মঞ্চে তিনি সকলকে একসঙ্গে থাকার এবং একসঙ্গে লড়াই করতে বলেন৷ বর্তমানে ভোটের প্রচারে তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার হওয়ার বিষয়টিকে ইসু্য করেছে বিরোধীরা৷ পাল্টা এদিন এই একতরফা গ্রেফতারিকে বিজেপির ঘৃণার রাজনীতি বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে যেভাবে একের পর এক তৃণমূল নেতা-কর্মীদের গ্রেফতার করছে, সেক্ষেত্রে কেন্দ্রের আরও একটি জেল বানানোর প্রয়োজন হতে পারে বলে মনে করছেন মমতা৷

মমতা এদিন চ্যালেঞ্জ ছঁুড়ে বলেন, আমি মৃতু্যকে ভয় পাই না৷ চাইলে ওরা জেলে ভরে দিতে পারে, কিন্ত্ত মনোবল ভাঙতে পারে না৷ বিজেপিকে গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে৷ মমতা বলেন, ভোটের আগে তৃণমূলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে৷ কিন্ত্ত বিজেপির লোকেরা দোষ করলেও জামিন পেয়ে যাচ্ছে৷ মমতার কথায়, বিজেপি গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে৷ কিন্ত্ত দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে কি আপনি জেল ভরতে পারবেন? মমতার বিশ্বাস, এইভাবে জুলুমবাজি, ভাঁওতাবাজি করে মানুষের কাছে পেঁৗছনো যায় না৷ দেশে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, বাংলায় লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির, তাই এখানে তৃণমূল ছাড়া আর কাউকে ভোট দেবেন না৷ মমতা এদিন জানিয়ে দেন, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি৷

অন্যদিকে এদিন রেড রোডের মঞ্চ থেকে একতার বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায় বলেন, বাংলা জল হাওয়া নিঃশ্বাস-প্রশ্বাস হিন্দু-মুসলিম ভেদাভেদ করতে জানে না৷ একসঙ্গে লড়াই করলে কখনই ভাঙন ধরানো যাবে না৷

অভিষেক এদিন বলেন, সরকার আসলে ভাড়াটে, আসল মালিক জনতা৷ সেই জনতাই নির্ধারণ করবেন কারা থাকবেন, আর কারা যাবেন৷ এদিন নিজের বক্তব্যে শায়েরি উদ্ধৃত করে অভিষেক বলেন, অন্ধকার পেরিয়ে সূর্য উঠবেই, এবার যাই হয়ে যাক না কেন, দেশ বদলাবেই৷