কপালের চোট নিয়েই পুরসভার ইফতারে মমতা

Written by SNS March 29, 2024 12:02 pm

নিজস্ব প্রতিনিধি — পার্কসার্কাসে বৃহস্পতিবার ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা৷ সেখানে প্রধান অতিথির আসনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কপালের ক্ষত এখনও সারেনি৷ ব্যান্ডজে নিয়েই তিনি এদিন ইফতার পার্টিতে যোগ দিলেন৷ সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায় , মালা রায়, বাবুল সুপ্রিয় প্রমুখ তৃণমূলের নেতারা৷
প্রতি বছরই কলকাতা পুরসভার ইফতার পার্টিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ সেইসঙ্গে তিনি প্রমাণ করে দিলেন কর্তব্যের জন্য শারীরিক অসুস্থতাকেও তুচ্ছ করতে পারেন অনায়াসে৷ এদিন বেশ কিছুক্ষণ ইফতার পার্টিতে কাটান তিনি৷ তাঁর চোখে-মুখে এদিন ক্লান্তির ছাপ ছিল৷ মাথায় ব্যান্ডেজও খোলা হয়নি৷ কিন্ত্ত ওই অবস্থাতেই তিনি প্রতিবারের মতো এবারও ইফতার পার্টিতে যোগ দেন৷

উল্লেখ্য, গত ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কপাল ফেটে যায়৷ প্রচুর রক্তপাত হয়৷ কপালে তিনটি এবং নাকে একটি স্টিচ করতে হয়৷ ডাক্তাররা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেন৷ কিন্ত্ত সেকথা না মেনেই তিনি যথারীতি বাইকে বেরোন৷ গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়লে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয়ে যান৷ এরপর নবান্নে গিয়েও প্রশাসনিক কাজকর্ম সেরেছেন তিনি৷ আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের হয়ে প্রচার করতে যাবেন তিনি৷ এরই মধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভা আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন কপালে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই৷ নিজের দলের নেতা ও মন্ত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করলেন৷