• facebook
  • twitter
Friday, 13 September, 2024

অভিষেকের নির্দেশে ভূপতিনগর পরিদর্শনে যাচ্ছেন কুণাল, চন্দ্রিমা

নিজস্ব প্রতিনিধি— নির্বাচন দোরগোড়ায়, এবার ভূপতিনগরের ঘটনায় উত্তপ্ত হলো বঙ্গীয় রাজ্য রাজনীতি৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ভূপতিনগর পরিদর্শনে যাচ্ছেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ আজ অর্থাৎ রবিবার তাঁরা যাবেন ভূপতিনগর এবং এনআইএ কর্তৃক গ্রেফতার হওয়া তৃণমূল নেতা ও কর্মীদের পরিবারের সাথে দেখা করবেন৷ শুধু তাই নয়, ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত অর্জুননগর

নিজস্ব প্রতিনিধি— নির্বাচন দোরগোড়ায়, এবার ভূপতিনগরের ঘটনায় উত্তপ্ত হলো বঙ্গীয় রাজ্য রাজনীতি৷ এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ভূপতিনগর পরিদর্শনে যাচ্ছেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ আজ অর্থাৎ রবিবার তাঁরা যাবেন ভূপতিনগর এবং এনআইএ কর্তৃক গ্রেফতার হওয়া তৃণমূল নেতা ও কর্মীদের পরিবারের সাথে দেখা করবেন৷ শুধু তাই নয়, ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত অর্জুননগর অঞ্চলে দলের আঞ্চলিক নেতা ও কর্মীদের নিয়ে একটি জনসভাও করবেন কুণাল – চন্দ্রিমা, এমনটাই নির্দেশ দিয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়৷

এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা এবং নির্বাচনের মুখে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর অভিযোগ, বিজেপি ভোটে জিততে এনআইএ-কে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে৷ তিনি প্রতিবাদ জানিয়েছেন এক্স বার্তায়৷ পাশাপাশি তিনি দিয়েছেন একটি ভিডিয়ো বার্তাও৷ কুনালের ভাষায়, ‘‘ভূপতিনগরের ঘটনা অনভিপ্রেত৷ কিন্ত্ত এর পেছনে রয়েছে বিজেপির রাজনীতি ও প্ররোচনা৷ যেহেতু মানুষ জানেন বিজেপি নেতারা এনআইএ -র সঙ্গে দেখা করে তৃণমূল কর্মীদের তালিকা দিয়ে এসেছিলেন, তাই সবাই চক্রান্তটা জানেন৷ স্বতঃস্ফূর্ত ক্ষোভ৷ কোর্টকে সামনে রেখে এলাকা থেকে তৃণমূল কর্মীদের সরাতে মিথ্যা অভিযোগের নাম দিয়ে এনআইএ এর মাধ্যমে এ কাজ করতে চাইছে বিজেপি৷ মানুষ বাধ্য হয়ে প্রতিবাদ করেছেন৷ বিজেপি পরিকল্পিতভাবে গোলমাল করাতে চাইছে৷’’

এক্ষেত্রে উল্লেখ্য, সন্দেশখালির পর ফের রাজ্যে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে৷ সন্দেশখালিতে ইডির ওপর আক্রমণের পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ -এর আধিকারিকেরা৷ আহত হলেন ২ জন৷ পাথর ছুডে় ভাঙা হয় কেন্দ্রীয় এজেন্সির গাডি়র কাচ৷ বিস্ফোরণ-মামলায় শনিবার সকালে এনআইএ -র আধিকারিকেরা দুই তৃণমূল নেতা, কর্মীকে গ্রেফতার করে৷ ধৃত বলাইচরণ মাইতি হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং আরেক ধৃত মনোব্রত জানা হলেন স্থানীয় তৃণমূল নেতা৷ এই গ্রেফতারির ঘটনাতেই উত্তেজিত হয়ে পড়ে গ্রাম আর তার ফলস্বরূপ ঘটে এই ঘটনা৷ এর আগেও এই দুই অভিযুক্তকে দু’বার তলব করেছিল এনআইএ, কিন্ত্ত দুজনেই এডি়য়ে গিয়েছিলেন হাজিরা৷ তবে এ প্রসঙ্গে ধৃত বলাইচরণের স্ত্রীর দাবি, বাডি়তে ঢুকেই সবকটি দরজা বন্ধ করে দেন তদন্তকারীরা৷ নিয়ে নেওয়া হয় তৃণমূল নেতার পরিবারের সবকটি মোবাইল ফোনও৷ তাঁরা কারও সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারেননি এবং তাঁদের বাডি়র সামনে এনআইএ -র ওপর কোনও হামলা হয়নি৷

উল্লেখ্য, ২০২২ সালের ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে প্রায় ১১টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না ও তাঁর ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গায়েনের মৃতু্য হয়৷ সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়ে এদিন অর্থাৎ শনিবার হামলার মুখে পড়েন অধিকারীকেরা৷