উদয়ন গুহকে কেএলও’র পাঁচ কোটি টাকার হুমকি চিঠি

Written by SNS April 25, 2024 11:55 am

নিজস্ব সংবাদদাতা,  কোচবিহার,  ২৪ এপ্রিল— কেএলও’র হুমকি চিঠি খোদ মন্ত্রীকে৷ দাবি করা হলো পাঁচ কোটি টাকা৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে বুধবার এই চিঠি আসে৷ মন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এই চিঠির কথা তুলে ধরেন৷ এই চিঠি নিয়ে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷ ২৪ এপ্রিল কেএলও সংগঠনের এই চিঠির কথা উদয়ন গুহ এদিন শিলিগুডি়তে সাংবাদিকদের জানান৷ মন্ত্রী উদয়ন গুহর কাছে পাঠানো কেএলও’র এই চিঠিতে কামতাপুর অঞ্চলের স্বাধীনতা আন্দোলনের জন্য পাঁচ কোটি টাকা দাবি করা হয়৷ চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৩ সাল থেকে তারা কামতাপুরকে স্বাধীন অঞ্চল হিসাবে গড়ার জন্য আন্দোলন করছে৷ তাই তাদের এই আন্দোলনের জন্য মন্ত্রীর কাছে আগামী ১০ দিনের মধ্যে এই টাকার দাবি করা হল৷

চিঠি পাওয়ার পর মন্ত্রী প্রতিক্রিয়ায় বলেন, ‘ভোটের সময় আমাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখার উদ্দেশ্যেই হয়তো এই চিঠি পাঠানো হয়৷ যাতে আমি দলের হয়ে কোনও প্রচারে অংশ নিতে না পারি৷’