কালবৈশাখী ঝডে়র তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুডি়, পরিস্থিতি দেখতে আহতদের পাশে অভিষেক

Written by SNS April 1, 2024 1:37 pm

নিজস্ব প্রতিনিধি— চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন৷ এরই মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়াও হয়েছে বিরূপ৷ কালবৈশাখী ঝডে়র তাণ্ডব উত্তরবঙ্গে৷ আর তাতেই ঘটল বিপত্তি৷ আর এই ঝডে়র জেরে গাছ চাপা পডে় মৃতু্য হল দু’জনের৷ জলপাইগুডি়তে কিছুক্ষণের ঝডে়ই বিপর্যস্ত হয়ে যায় এলাকা৷ এই পরিস্থিতিতে আহত এবং দুর্য্যোগে মৃত ব্যক্তিদের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ আজ দুপুরের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ পৌঁছে যাবেন অভিষেক৷ দেখা করবেন হাসপাতালে ভর্তি হওয়া দুর্য্যোগে আহত ব্যক্তিদের সঙ্গে৷

ভয়ঙ্কর ঝডে় লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হল জলপাইগুডি়তে৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুডি় শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায় ময়নাগুডি় বিভিন্ন এলাকায় সহ ধূপগুডি়তে৷ আহত প্রায় ৬০ জনের উপরে এবং মৃতু্য হয়েছে ২ জনের৷ পাশাপাশি বিভিন্ন এলাকার বাডি়ঘর উডে় চলে গিয়েছে, আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ৷ এই পরিস্থিতিই সরজমিনে খতিয়ে দেখতে জলপাইগুড়ি আসছেন তৃণমূল সেনাপতি অভিষেক৷ আজ দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে তিনি পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দর, তারপর সেখান থেকেই রওনা দেবেন উত্তরবঙ্গের পথে৷ ঘটনা ঘটার পর থেকেই প্রতিমুহূর্তে স্থানীয় নেতৃত্বদের সাথে যোগাযোগ রাখছেন অভিষেক, খোঁজখবর রাখছেন৷ আজ সশরীরে সেখানে উপস্থিত হয়ে পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক৷

এক্ষেত্রে উল্লেখ্য, উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর৷ উত্তরবঙ্গের একাধিক জেলায় এদিন বৃষ্টি হয়৷ বেলা সাডে় ৩টে নাগাদ জলপাইগুডি় জেলার একাধিক জায়গায় ঝড় শুরু হয়৷ কিছুক্ষণের ঝডে় লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু এলাকা৷ এরপরই বাড়তে থাকে ক্ষয়ক্ষতির পরিমান৷ আজ অভিষেক জলপাইগুড়িতে উপস্থিত থেকে কি বার্তা দেন এবং কি পদক্ষেপ নেন সে দিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী৷