• facebook
  • twitter
Friday, 13 September, 2024

আয়কর কাঠামোয় পরিবর্তন! নতুন ব্যবস্থায় বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সংসদে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হল না৷ তবে নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) আয়করের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাডে়র কথা ঘোষণা করেছেন তিনি৷ নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাডি়য়ে ৭৫ হাজার

------ Union Finance Minister Nirmala Sitharaman and other officials outside the Finance Ministry ahead of the presentation of Interim Budget 2024, in the capital on Thursday.-------Subrata Dutta-----01—02-24.

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সংসদে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হল না৷ তবে নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) আয়করের ক্ষেত্রে কয়েকটি পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাডে়র কথা ঘোষণা করেছেন তিনি৷ নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাডি়য়ে ৭৫ হাজার করা হল৷ নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা৷

আয়কর ছাডে়র ক্ষেত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন —

• ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না৷

• ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ৷

• বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ৷

• বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে৷

• ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কর দিতে হবে ২০ শতাংশ৷

• বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর৷

এছাড়াও পেনশনভোগীদের ক্ষেত্রে ফ্যামিলি পেনশনের উপরও বাড়ানো হল ডিডাকশন৷ পেনশনভোগীদের ক্ষেত্রে এই ছাডে়র পরিমাণ ১৫ হাজার থেকে বাডি়য়ে ২০ হাজার করা হয়েছে৷

তবে পুরোনো করকাঠামো অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ নির্মলা সীতারামণ বলেন যে, আয়কর দিতে দেরি হলে কোনও জরিমানা করা হবে না৷ উল্লেখ্য, এদিন বাজেট পেশের পরই শেয়ার বাজারে ধস নামে৷ সেনসেক্স ৬০০ পয়েন্ট পডে় যায়৷