প্রথম দফায় ১১২ কোম্পানি ফোর্স থাকবে নিশীথের আসনে

Written by SNS April 12, 2024 1:17 pm

নিজস্ব প্রতিনিধি— ১৯ এপ্রিল প্রথমদফায় এরাজ্যে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুডি়তে৷ সুষ্ঠুভাবে ভোটের কাজ সম্পন্ন করতে ইতিমধ্যে এলাকায় পৌঁছে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ বৃহস্পতিবার থেকে বাকি ফোর্সও এলাকার উদ্দেশে রওনা দেবে বলে কমিশন সূত্রের খবর৷ প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় ফোর্স থাকছে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্রে৷ কমিশন সূত্রে জানা যাচ্ছে, কোচবিহারে সিএপিএফের ১১২ কোম্পানি, শিলিগুডি়তে ১৩, জলপাইগুডি়তে ৭৫ এবং আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি ফোর্স রয়েছে৷ প্রতি কোম্পানিতে থাকে ৭৪ জন জওয়ান৷ সিএপিএফের পাশাপাশি ভোটের কাজে থাকবেন সিআরপিএফ জওয়ানরাও৷ প্রসঙ্গত,এবারই প্রথম লোকসভা নির্বাচনে রাজ্যের সব বুথে ওয়েব কাস্টিং হবে৷ এর ফলে যেখানে নেটের সমস্যা হবে, সেখানে সব তথ্য রেকর্ড হয়ে থাকবে৷ পরে তা দেখা যাবে৷