মুর্শিদাবাদে তিনটি আসনেই জিতব, বহরমপুরে অধীরের মিথ আর থাকবে না: ফিরহাদ

Written by SNS March 18, 2024 3:21 pm

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৭ মার্চ— মুর্শিদাবাদের বহরমপুরে অধীর চৌধুরীর মিথ আর থাকবে না৷ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং কর্মীসভা করতে এসে একথা বলেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷ শনিবার তিনি বহরমপুরে আসেন৷ মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে তিনি সভা করেন দলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে৷ জেলার তিনটি লোকসভা কেন্দ্রের কোথায় দলের বর্তমান কি অবস্থা, সে বিষয়ে, খোঁজ নেন৷ বিজেপি এবং অধীর চৌধুরীকে আক্রমণ করে বক্তব্যও রাখেন৷ এদিন রাতেই বহরমপুরের একটি হোটেলে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা এবং কথা বলেন সভায় অনুপস্থিত দুই বিধায়ক নিয়ামত সেখ এবং হুমায়ুন কবীর৷ রবিবার সকালে মালদার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার আগে ফের আরেকবার দলীয় নেতাদরে সঙ্গে কথা বলেন মন্ত্রী৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রহরমপুর কেন্দ্রের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান রহরমপুরে অধীরের মিথ আর থাকবে না৷ তিনি এদিন বলেন, ‘আমরা মুর্শিদাবাদের তিনটি আসনেই জিতব৷

বহরমপুরে যে মিথ অধীর চৌধুরীর, সেটা আর থাকবে না৷ কারণ তিনি বিজেপি’র কাছে আত্মসমর্থন করেছেন৷ তাই গত বিধানসভা নির্বাচনে এখানে দুটো আসন দিয়ে দিয়েছিলেন বিজেপি’কে৷ বহরমপুরের মানুষ আর তাকে ক্ষমা করবেন না৷ এবার তৃণমূল কংগ্রেসকে যখন সারা মুর্শিদাবাদ দিচ্ছে, বহরমপুরের মানুষও তৃণমূুল কংগ্রেসের দিকে ঝঁুকেছে এবং এবার আমরা এই তিনটি আসনই জিতব৷ আমি এটা আশাবাদী৷’

শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামের ভরা সভায় অধীর চৌধুরীকে আক্রমণ করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘এখানে আমি তো স্পষ্ট ভাষায় বলবো, যদি সত্যিকারের বিজেপি’র দালাল কেউ থাকে, তার নাম অধীর চৌধুরী৷ সে বিজেপি’র দালালি করছে৷ ওখানে রাহুল গান্ধির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে বিজেপি’র হাত শক্ত করছে৷ তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়েছেন, আমার বিরুদ্ধে দাঁড়ান৷ আমাকে হারিয়ে দেখান৷ আর তুমি নিজে তোমার এখান থেকে একজন বিধায়ককেও বের করতে পারলে না অর্থাৎ বিজেপি’কে দুটো সিট ছেড়ে দিলে, বাদ বাকি জায়গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারলে না৷ যতটা দরকার ছিল, সেই সিট ছেড়ে দিয়ে তুমি ওখানে বিজেপি’কে ফিট করলে, আমার ইলেকশনটা দেখে দিও, আমি তোমাকে এই দুটো দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দিও৷ বিজেপি’র সাথে এ্যাডজাস্ট করে করলে৷’

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী৷ সম্প্রতি জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন৷ সেই সঙ্গে এও জানিয়েছিলেন, বাইরে থেকে খেলোয়াড় নিয়ে এসে অধীর চৌধুরীকে হারানো মুস্কিল৷ উত্তরে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা হুমায়ুন কবীরকে ভরতপুরের বহিরাগত বিধায়ক বলে উল্লেখ করেন৷ হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ‘কোনও ব্যবস্থা নেওয়া নয়, ওর সঙ্গে কথা হয়ে গিয়েছে৷ রিঅ্যাকশনের লোক যাঁরা থাকে, তারা একটু রিঅ্যাকশন দেয়৷ পাঁচটা ভাই তো সমান হয় না৷ দলে কথা হয়ে গিয়েছে৷ সবাই ভোটে নামবে৷’

যদিও বহরমপুরের হোটেলে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা ও কথা বলে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোর জল্পনা জিইয়ে রেখে বলেন, ‘সৌজন্য দেখা করতে এসেছিলাম৷ ওনারা সবাই সব জানেন৷ ওনারা কেউ অনভি— নন৷ আর আমি কি করতে চাইছি, কি করবো, সেটা আমিও জানি৷ সময় আসলে সব দেখতে পাবেন৷ আমি এখন কিছু বলবো না, ১৮ এপ্রিল পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন৷’ প্রসঙ্গত, মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে তৃতীয় এবং চতুর্থ দফায় যথাক্রমে ৭মে এবং ১৩ মে নির্বাচন৷ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে নমিনেশন জমা দেওয়া৷ সম্ভবত সে কারণেই ১৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বললেন তৃণমূল কংগ্রেস দলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর৷