হাওড়ায় পালিত হল একুশে জুলাই

কেন্দ্রীয় রাজনীতিতে বড় ছাপ ফেলতে চায় তৃণমূল।একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সারাংশ সেই কথাই প্রমাণ করে।

Written by SNS Howrah | July 22, 2021 6:21 pm

তৃণমূল (File Photo: IANS)

রাজ্য শুধু নয়, এবার কেন্দ্রীয় রাজনীতিতে বড় ছাপ ফেলতে চায় তৃণমূল। বুধবার একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সারাংশ সেই কথাই প্রমাণ করে। আর সেই অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হলেন হাওড়া জেলার তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ সচেতন মানুষরা।

একদিকে হাওড়া শহরে মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে সকলে এই দিন হলেন সংঘবদ্ধ। অন্যদিকে হাওড়া গ্রামীণে মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তৃণমূল কর্মীরা। হাওড়ায় জেলা (সদর) পার্টি অফিসে তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ বুধবার।

এদিন দুপুরে শহিদবেদীতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। শহিদদের স্মৃতিচারণা করেন সমবায় মন্ত্রী অরূপ রায়সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।