ভোটের আগেই তাপমাত্রা ছোঁবে চল্লিশের ঘর, তাও প্রচারে খামতি নেই তারকা প্রার্থী রচনা-লকেটের

Written by SNS March 30, 2024 11:44 am

নিজস্ব প্রতিনিধি— পয়লা বৈশাখ আসতে আরও দিন পনেরো দেরি রয়েছে৷ বসন্ত এখন বিগত নয়৷ তবু তাপমাত্রার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে৷ সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে৷ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি৷ বৈশাখ শুরু হওয়ার আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে মনে করছেন আবহবিদরা৷ যার অর্থ দাবদাহের দাপট সহ্য করেই ভোটের লাইনে দাঁড়াতে হবে ভোটারদের৷ অন্যদিকে এই অসহ্য গরমের মধ্যেই প্রচার অভিযান চালাতে হচ্ছে প্রার্থীদের৷ এই গরমে ত্বক-তুলের কতটা ক্ষতি হবে, তা ভেবে দেখার আপাতত সময় নেই তারকা প্রার্থীদেরও৷ তবে এই তীব্র দহনের মধ্যে স্বস্তির কথা এটাই, একই সঙ্গে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে৷
এদিকে বৈশাখের আগে এপ্রিলের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছে যাবে তাপমাত্রা৷ বৃহস্পতিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস৷ এছাড়া আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি৷ দমদমের তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ পূর্বাভাস জানাচ্ছে পয়লা বৈশাখের আগেই তাপমাত্রা চল্লিশের ঘর ছুঁয়ে যাবে৷

তবে এর মধ্যেই প্রচারে খামতি নেই প্রার্থীদের৷ বিশেষ করে তারকা প্রার্থীদের৷ হুগলিতে ভোটের দেরি রয়েছে৷ সেখানে তৃণমূল এবং বিজেপি প্রার্থী দুজনেই গ্ল্যামার দুনিয়ার মানুষ৷ কিন্ত্ত আপাতত গ্ল্যামারের কথা ভাবার সময় নেই৷ পরিষ্কার বলেই দিলেন, দু’মাস পরে ত্বক-চুলের কথা ভাবব৷ আপাতত দুজনেই প্রচারে ঝড় তুলছেন৷ সঙ্গে শরীর সামলে চলতে হচ্ছে৷ ডায়েট চার্টে রাখতে হচ্ছে হালকা খাবার৷ তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় ডাব, ফল আর বেশি করে জল খাচ্ছেন৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পান্তাভাত, মুড়ি, বাতাসা ইত্যাদি খাচ্ছেন৷

শুক্রবার চড়া রোদে প্রচারে বেরিয়ে পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকায় প্রচারে যান তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়৷ দোগাছিয়া গ্রামে নিজের হাতে তৃণমূল কর্মীদের খাবার পরিবেশন করেন৷ অন্যদিকে লকেট ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন৷ তারপর চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগ করেন৷ শুক্রবার তাপমাত্রার পারদ অনেকটাই বেশি ছিল৷ তার মধ্যেও রোদের ঝাঁঝ উপেক্ষা করে প্রচারে বেরিয়েছেন দুই দলের তারকা প্রার্থীরা৷

গরম বাড়লেও একটা স্বস্তির খবর আছে৷ গরম এবং বৃষ্টির একটা যুগলবন্দি চলবে বৈশাখের আগে থেকেই৷ কারণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ সেই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে৷ শুক্রবারই হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল৷ শনিবার উত্তর চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদু্যৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সেই সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে৷ তবে বৃষ্টি এলেও গরমের দাপট কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷