যাত্রীদের সচেতন করতে টিকিট চেকিং অভিযান পূর্ব রেলের, বর্ধমানেও চলছে জোরদার কর্মসূচি

Written by SNS June 11, 2024 3:31 pm

আমিনুর রহমান, বর্ধমান, ১১ জুন — যাত্রীরা সঠিক ভাবে টিকিট কেটে ট্রেনে যাতায়াত করেন, তার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন ডিভিশনের স্টেশন গুলিতে চলছে টিকিট চেকিং অভিযান জোরদার করা হয়েছে। আর কর্মসূচিতে বর্ধমান স্টেশনেও শুরু হয়েছে অভিযান জোরালো করা হয়। সারা বছর ধরে টিকিট চেকিং অভিযান চালাচ্ছে, যার উদ্দেশ্য হল যাত্রীদের বিনা টিকিটে ট্রেনে যাত্রা করা প্রতিরোধ করা। এই অভিযানের মাধ্যমে পূর্ব রেল যাত্রীদের সচেতন করছে টিকিট কিনে ট্রেনে ওঠার জন্য। এছাড়াও যাত্রীদের সচেতন করা হচ্ছে সাশ্রয় করে টিকিট কাটার জন্য। পূর্ব রেলের তরফে যাত্রী সাধারণের কাছে অনুরোধ করা হয়েছে সময় বাঁচাতে এটিভিম মেশিন এবং ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করতে।

বর্তমানে, লোকাল ট্রেনের টিকিটের ন্যূনতম মূল্য মাত্র ৫ টাকা। এছাড়া ১০ টাকা মূল্যেও বহুদূর অবধি ট্রেনে যাওয়া যায়। অথচ, সম পরিমান দূরত্ব সড়কপথে অন্য মাধ্যমে গেলে খরচের পরিমান হয়ে যাবে তিন থেকে চার গুণ। কিন্তু কিছু মানুষ রেলের এই সামান্য ভাড়াটুকু দিতেও রাজি নয়। বিনা টিকিটে যাত্রা করলে জরিমানা হিসেবে ন্যূনতম ২৫৫ টাকা দিতে হয়। এছাড়াও অতিরিক্ত খরচের সাথে সাথে যাত্রীদের মর্যাদা ও সম্মান হানি হতে পারে। পূর্ব রেলের পক্ষ থেকে এই অভিযানের মাধ্যমে যাত্রীদেরকে সঠিক মূল্যের টিকিট ক্রয় করার অনুরোধ করা হচ্ছে। পূর্ব রেল বছর ব্যাপী টিকিট চেকিং অভিযান চালাচ্ছে এবং মে মাসেও এই অভিযানের অংশ হিসাবে পূর্ব রেলের চারটি ডিভিশন হাওড়া, শিয়ালদা, মালদা ও আসানসোলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৯০০ জনের মতো বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী ধরা পড়েছে। যার ফলস্বরূপ পূর্ব রেলওয়ে প্রায় ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা হিসেবে সংগৃহীত করেছে। পূর্ব রেলের ৪ টি ডিভিশনে টিকিট চেকিং অভিযানের পরিসংখ্যান হলো — হাওড়া ডিভিশনে গত মে মাসে বিনা টিকিটে ভ্রমণকারী ধৃত যাত্রীর সংখ্যা ৬৫ হাজার ৪০০ জন। যাদের কাছ থেকে সংগৃহীত জরিমানার পরিমাণ ২.৪৩৯ কোটি টাকা। শশয়ালদহ ডিভিশনে গত মে মাসে বিনা টিকিটে ভ্রমণকারী ধৃত যাত্রীর সংখ্যা ৫৮ হাজার ৬০০ জন। যাদের কাছ থেকে সংগৃহীত জরিমানার পরিমাণ ১.৭৭০ কোটি টাকা। আসানসোল ডিভিশনে গত মে মাসে বিনা টিকিটে ভ্রমণকারী ধৃত যাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৭০০ জন। যাদের কাছ থেকে সংগৃহীত জরিমানার পরিমাণ ২.৬৯৪ কোটি টাকা।মালদা ডিভিশনে গত মে মাসে বিনা টিকিটে ভ্রমণকারী ধৃত যাত্রীর সংখ্যা মালদা ১১ হাজার ২০০ জন। যাদের কাছ থেকে সংগৃহীত জরিমানার পরিমাণ ০.৬৬৯ কোটি টাকা। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সঠিক মূল্যের টিকিট কেটে ট্রেনে চলুন এবং নিঝন্টাট ট্রেন যাত্রা উপভোগ করুন।