ব্রিজভূষণ টিকিট পাওয়ায় হতাশ সাক্ষী

Written by SNS May 4, 2024 1:32 pm

রামের নামে ভোট চায় বিজেপি কিন্ত্ত রামের আদর্শ মানে না

লখনউ, ৩ মে– কুস্তিগিরদের শারীরিক-মানসিক হেনস্তার দোষে একসময় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে পথে নামেন অলিম্পিক বিজয়ী সাক্ষী মালিক সহ বহু কুস্তিগির৷ দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ৷ বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় ব্রিজভূষণকে৷ কিন্ত শুক্রবার সেই ব্রিজভূষণের ছেলে লোকসভায় টিকিট পেয়ে প্রার্থী হলে ভেঙে পড়েছেন প্রতিবাদী সাক্ষী মালিক৷ হতাশ সাক্ষীর ক্ষোভ, ‘দেশের মেয়েরা হেরে গেল’৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি৷ সাক্ষীর প্রশ্ন, রামের নামে তো বিজেপি ভোট চায়৷ তাহলে রামের আদর্শ মানতে সমস্যা কেন?

উল্লেখ্য, প্রভাবশালী জাঠ নেতা, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকেই টিকিট দিতে চাইলেও যৌন হেনস্তায় অভিযুক্ত নেতাকে টিকিট দেওয়া নিয়ে সংশয় ছিল দলের অন্দরেই৷ আদালতের দ্বারস্থ হয়েও যৌন হেনস্তার অভিযোগে নির্দোষ প্রমাণিত হতে পারেননি ব্রিজভূষণ৷ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে তাঁর ছেলেকে৷ তবে এই সিদ্ধান্তে খুশি ব্রিজভূষণ৷ ছেলের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘দল আমাদের চেয়ে বড়৷ এই সিদ্ধান্তে আমি খুশি৷’ মহিলা কুস্তিগিরদের হেনস্তাকারীর ছেলেকে লোকসভায় টিকিট দিয়েছে বিজেপি৷ এই ঘটনায় স্বভাবতই হতাশ কুস্তিগির মহল৷ অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিকের কথায়, বিজেপির এই সিদ্ধান্তে হেরে গেলেন দেশের মেয়েরা৷ জয় হল হেনস্তাকারী ব্রিজভূষণের৷

প্রসঙ্গত, সম্প্রতি টিকিট না পেয়ে ‘অস্থির’ ব্রিজভূষণ মিডিয়াকে দুষেছিলেন৷ সরাসরি সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে তিনি বলেছিলেন, ‘আপনাদের অত ভাবতে হবে না৷ আমার প্রার্থী হওয়ার ঘোষণা হতে দেরি হচ্ছে কেবল আপনাদের জন্য৷’ অন্যদিকে, এমন প্রভাবশালী নেতাকে উপেক্ষা করা কঠিন ছিল বিজেপির পক্ষে৷ তাই শেষপর্যন্ত তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য হয়ে যেতেই তাঁর ছেলেকে প্রার্থী করল দল৷ এবার বিজেপির প্রার্থী নিয়ে মুখ খুললেন সাক্ষী৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের মেয়েরা হেরে গেলেন৷ জয় হল ব্রিজভূষণের৷ আমাদের কেরিয়ার প্রশ্নের মুখে ফেলে দিনের পর দিন রাস্তায় শুয়ে থেকেছি৷ কিন্ত্ত এখনও ব্রিজভূষণ গ্রেপ্তার হলেন না৷ আমরা তো কিছুই চাইনি৷ শুধু বিচারের আশা করেছিলাম৷’