নির্বাচনে নতুন দাওয়াই দিলীপের

Written by SNS April 12, 2024 11:45 am

নিজস্ব প্রতিনিধি— রাজ্য রাজনীতিতে গুড় বাতাসার জনক এখন তিহাড়ে জেলবন্দি৷ তাঁর অবর্তমানে এই প্রথম লোকসভা নির্বাচন৷ তাই এবারের লোকসভা নির্বাচনে গুড় বাতাসা কিংবা চড়ম চড়ম ঢাকের বাদ্যি নেই৷ নেই নকুলদানাও৷ তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখে উঠে এল ‘ছোলা গুড়’৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাকলেও দিলীপ ঘোষ বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে৷ আর তখনই ছোলা গুড় খেয়ে নিজের তেজ খানিকটা বাড়িয়ে নিলেন তিনি৷

তবে ছোলা গুড় খেয়ে থেমে থাকেননি দিলীপ৷ সঙ্গে ছিল জেলবন্দি কেষ্টর জন্য কটাক্ষও৷ এদিন তিনি বলেন,‘‘আমরা শক্তি বাড়িয়ে তোলার জন্য ছোলা গুড় খায়, মানুষকে ভয় দেখানোর জন্য নয়৷ যারা এতদিন গুড় বাতাসার কথা বলতেন, আজ তাঁরা কোথায় আছে দেখুন’’৷ দিলীপ ঘোষের নিশানা থেকে নিস্তার পাননি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও৷ তাঁকে নিয়ে দিলীপের সংযোজন, ‘‘মানুষ বিয়ের সময় ঘোড়ার পিঠে চাপে৷ কিন্ত্ত ঘোড়ায় চেপে প্রচার করলে পরিশ্রম হয় নাকি!’’ সম্প্রতি, তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে দেখা গিয়েছিল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে প্রচার করতে৷ শুধু তাই নয়, তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়েও প্রচার করেন তিনি৷ তা নিয়ে দিলীপ ঘোষ বলেন,‘‘অসুস্থ স্ত্রীকে নিয়ে ভোট চাইছে৷ মানুষ সহানুভূতি দেবে, কিন্ত্ত ভোট দেবে না’’৷
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূলের মানস রঞ্জন ভঁুইয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামেন দিলীপ ঘোষ৷ প্রায় নব্বই হাজারের কাছাকাছি ভোটে মানসকে হারিয়ে লোকসভায় যান প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি৷ তার পর থেকেই খানিকটা ব্যাকফুটে থেকেছেন দিলীপ৷