সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ

Written by SNS April 9, 2024 12:16 pm

নিজস্ব প্রতিনিধি— চব্বিশের নির্বাচনে প্রার্থী হওয়ার পর প্রায় প্রতিদিনই প্রচারে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেকটা বেফাঁস কথা বলে ফেলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ l নির্বাচন কমিশন তাঁকে ভাষা প্রয়োগে সংযত থাকার বার্তা দিলেও এবার তাঁর মুখে শোনা গেল সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারিl

সোমবার সকালে দুর্গাপুরে প্রচারে বেরিয়ে চা-চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ৷ সেখান থেকেই তাঁর হুঁশিয়ারি, বাংলায় পুলওয়ামা কিংবা বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক হবে৷ সংখ্যালঘুদের ‘ক্রিমিনাল’ করে রাখা হগিয়েছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ এদিন দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির বি১ মোডে়র একটি মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়ে ভূপতিনগর প্রসঙ্গে তোলেন বিজেপি প্রার্থী৷

সেখানে এন আই এ -এর অভিযান প্রসঙ্গেই তিনি বলেন, “যারা রাষ্ট্রদ্রোহী, যারা বোম-বন্দুকের কারখানা বানাচ্ছে, যাদের সঙ্গে বিদেশের হাত আছে, তাদের সবার ঘরে ঘরে যাবে এনআইএ৷ যখন খুশি যাবে৷ এখানে পুলওয়ামা, বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে৷ ”তৃণমূলের শ্রমিক নেত্রী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ দোলা সেন দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে বলেন, ”মানুষই এর জবাব দেবেন৷ আগেও দিয়েছেন৷ দিলীপ ঘোষকেও মানুষই জবাব দেবেন৷” এর আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি প্রার্থীকে ঘেরাও করা প্রসঙ্গে দিলীপ বলেন, “দম থাকলে দিলীপ ঘোষকে ঘেরাও করে দেখুক কুণাল ঘোষ৷ তার যে সব চামচা, বেলচা আছে, আসুক আমার সামনে৷ এই সব বাদ দিন৷ পাবলিক ওদের তাড়া করে মারবে৷ জামাকাপড় খুলে নেবে৷ ভেবেচিন্তে কথা বলুন৷ দিন পালটে গিয়েছে৷ হয় এজেন্সি খুঁজবে না হয় পাবলিক খুঁজবে৷ ” সংখ্যালঘুদের ভোট নিগিয়ে তিনি বলেন, ”সংখ্যালঘুদের ভোট নিগিয়ে নয়, সংখ্যালঘুদের নিয়ে আমরা চিন্তিত৷ ভোটের বাজারে ওদের গরিব, ক্রিমিনাল করে রাখা হগিয়েছে৷ বাচ্চাদের ভাতার টাকা লুট করা হচ্ছে৷ ”