বর্ধমান শহরে আতসবাজি ফাটিয়ে দিলীপ ঘোষকে নিয়ে উচ্ছাস, প্রচারে গান গাইছেন অসীম

Written by SNS March 28, 2024 1:38 pm

আমিনুর রহমান

বর্ধমান, ২৭ মার্চ– রবিবার ঘোষণা হয়, আর তার পরেই দোল পূর্ণিমার শুভক্ষণে সোমবার থেকেই বর্ধমানের দুই লোকসভা আসনে জোরদার প্রচার শুরু বিজেপির৷ সোমবারের পর একই উদ্যোমে বিজেপি কর্মী সমর্থকরা দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারে নামেন৷ বর্ধমান – দুর্গাপুর আসনে এবার বিজেপির অতি হেভিওয়েট দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কে প্রার্থী করা হয়েছে৷ অন্যদিকে বর্ধমান – পূর্ব আসনে লড়াই করছেন দলের আর এক বিধায়ক অসীম সরকার৷ দুই প্রার্থীকে নিয়ে বুধবারও দিনভর ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে৷ বিশেষ করে বর্ধমান শহরের দলের জেলা কার্যালয়ে আসার সময় আসতবাজি ফাটিয়ে, তার নামে জয়ধ্বনি দিয়ে আনা হয়৷ সূত্রের খবর বর্ধমানের এই আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করায় গোষ্ঠী দ্বন্দ্বে কিছুটা হলেও লাগাম পড়ানো গেছে৷ ফলে সব ভুলে সকল শ্রেনীর নেতা নেত্রীরা ভোটের ময়দানে৷

গত লোকসভা আসনে বর্ধমান – দুর্গাপুর আসনটি ছিল বিজেপির দখলে৷ সামান্য ব্যাবধানে জয়ের পর দিলীপ ঘোষ কে প্রার্থী করাতে ভোটের ব্যবধান বাড়বে বলে দাবি তাদের৷ অন্যদিকে বর্ধমান – পূর্ব আসনে তৃণমূল জয় পেলেও ওই আসন তাদের কাছ থেকে হাতছাড়া হবে বলে দলীয় নেতৃত্বের দাবি৷ সব নিয়ে বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী কে নিয়ে এ রাজ্যের শাসক বিরোধী শিবিরে লড়াই তুঙ্গে৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বামেরা দুটি আসনে তাদের প্রার্থী ঘোষনা করে প্রচার পুরোপুরি চালিয়ে গেলেও বিজেপির প্রার্থী ঘোষনা না হওয়ায় কর্মীরা কিছুটা হতাশ ছিলেন৷ কিন্ত্ত সোমবার সেই হতাশা কাটিয়ে উঠে সকলেই ঝাঁপিয়ে পডে়ছেন বলে দাবি৷ সোমবার দুপুরে বর্ধমানের ঘোড়দৌড় চটি এলাকার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের পর প্রচার শুরু করেন দিলীপ ঘোষ৷ পরে তিনি তার সাংসদ এলাকায় পশ্চিম বর্ধমানে প্রচার কাজে যোগ দেন৷ অন্যদিকে বর্ধমান-পূর্ব আসনেও কালনা মহকুমার বিভিন্ন অঞ্চলে একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার কাজে নামেন অসীম সরকার৷ সারাক্ষণ তার মুখে ছিল হরিনাম সংকীর্তন ও গান৷ এমনকি ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এর ডাঃ শর্মিলা সরকার কে ‘মা’ বলেও সম্বোধন করেন৷

প্রার্থী ঘোষনার পর থেকেই বিজেপি শিবিরের একটাই বড়ো দাবি সকলের মনোমত নেতাদের টিকিট দেওয়া হয়েছে৷ ঐক্যবদ্ধ হয়ে সকলে লড়াই করে তাদের জেতাবে৷ দিলীপ ঘোষ বর্ধমানের বাসিন্দা না হলেও আরএসএস এর সংগঠন কাজে বর্ধমান কে তিনি হাতের তালুর মত চেনেন৷ এই দাবি সকলের৷ ফলে জয় পেলে ভোটাররা তাদের কাছে সুযোগ সুবিধা পাবেন৷ একই সঙ্গে পূর্ব আসনের প্রার্থী অসীম সরকার ওই এলাকার পরিচিত বলে জানা গেছে৷ বিজেপি প্রার্থীর দাবি পূর্বস্থলী, কালনা, কাটোয়া, সমুদ্রগড় তার চেনা৷ এখানকার ভবা পাগলা আশ্রমে তার বেডে় উঠা৷ তাই জেতা আসনে লড়াই এবার জোরদার হবার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের এক পক্ষের দাবি৷ পূর্ব বর্ধমান আসনে এবার মতুয়া ভোটের পুরোটাই তাদের দখলে আসবে বলে অসীম সরকার দাবি করেন৷ আর দিলীপ ঘোষ তার বিপরীতে থাকা তৃণমূলের প্রার্থী কে কোন গুরুত্ব দেননি৷ বলেন উনি তৃণমূলও জানেন না, আবার বর্ধমানও জানেন না৷ মঙ্গলবার ছিল বর্ধমান শহর বর্ধমান লাগোয়া অঞ্চলে রাজাদের দোল উৎসব৷ আর এর জন্য দিলীপ ঘোষ সকালেই দুর্গাপুর থেকে বর্ধমানে আসেন৷ ১০৮ শিব মন্দির সহ অন্যান্য মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন৷ সঙ্গে ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্যরা৷ মঙ্গলবার বর্ধমান শহরে রাজাদের হোলি উৎসবে বিভিন্ন স্থানে গিয়ে অংশ নেন৷