পদ ছাড়লেন কর্নেল দীপাংশু

দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গত কয়েক দিন পর তিনিও বেসুরো ছিলেন।

Written by SNS Asansol | December 18, 2020 6:37 pm

দীপ্তাংশু চৌধুরী (ছবি: ফেসবুক | @Diptangshu Chaudhury)

একুশের নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমাে প্রচারে নামলেও অব্যাহত দলের ভাঙন। একের পর এক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের তাবড় তাবড় নেতারা। ইতিমধ্যেই তৃণমূলের প্রাথমিক সদস্য পদও ছেড়েছেন শুভেন্দু অধিকারী, অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি। এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ( এসবিএসটিসি ) চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। রাজ্যপালকে ও ইমেইলে তার পদত্যাগপত্র পাঠান কর্নেল। ঘটনাচক্রে, দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গত কয়েক দিন পর তিনিও বেসুরো ছিলেন।

এর মধ্যেই বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও। আর বৃহস্পতিবারই সরকারি পদ থেকে ইস্তফা দিলেন দীপাংশু।