• facebook
  • twitter
Friday, 13 September, 2024

অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমার

নিজস্ব প্রতিনিধি— নির্বাচন চলাকালীন ফের মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে থানার দ্বারস্থ হল সবুজ শিবির৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গডি়য়াহাট থানায় এবার অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমার দাবি, অমিত মালব্য অবমাননাকর মন্তব্য করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা গোটা নারী

নিজস্ব প্রতিনিধি— নির্বাচন চলাকালীন ফের মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে থানার দ্বারস্থ হল সবুজ শিবির৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গডি়য়াহাট থানায় এবার অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ চন্দ্রিমার দাবি, অমিত মালব্য অবমাননাকর মন্তব্য করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা গোটা নারী সমাজকে অসম্মান করছেন এবং তিনি ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন৷

চন্দ্রিমা নিজের অভিযোগপত্রে লেখেন, “অভিযুক্ত অর্থাৎ অমিত মালব্য তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন৷ এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার চেষ্টা৷ সমাজে বিভেদ ও বিদ্বেষ বৃদ্ধি করতে এবং শান্তি বিঘ্নিত করতে ওই পোস্ট করা হয়েছিল৷ ” পাশাপাশি অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ অভিযোগপত্রে অমিত মালব্যের এক্স পোস্টের লিঙ্ক এবং পোস্টটির স্ক্রিনশট উভয়ই দিয়েছেন চন্দ্রিমা৷ একজন মহিলা হিসাবে তাঁকে ওই এক্স পোস্ট শঙ্কিত করেছে বলেও দাবি চন্দ্রিমার৷

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টে ১৭ মিনিটে এক্স হ্যান্ডেলে একটি টু্যইট করে অমিত মালব্য দাবি করেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন মমতা বন্দোপাধ্যায়৷ মন্তব্যটি কি সেটিরও স্পষ্ট ব্যাখ্যা দেন নিজের পোস্টে৷ নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিও ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি৷ যদিও অমিতের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যও৷ শমিক এ প্রসঙ্গে বলেছেন, মুখ্যমন্ত্রী ইচ্ছেকৃত এমন কোনো আপত্তিকর ও অসংসদীয় মন্তব্য করতে চাননি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে৷ প্রধানমন্ত্রীকে অনেকেই ‘বাবা’ বলে সম্মোধন করেন দেশের প্রধান হিসেবে৷ মুখ্যমন্ত্রীও তাই বলতে গিয়েছিলেন৷ রাজ্য তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত ও এক্স হ্যান্ডেলে অমিতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে এ প্রসঙ্গে লিখেছেন, অমিত মালব্যের লজ্জাজনক এবং এহেন ঘৃণ্য বক্তব্যকে শমিক ভট্টাচার্যও সমর্থন করছেন না৷ মুখ্যমন্ত্রী তথা বাংলার সকল নারীদের অপমান করা হয়েছে এই পোস্টের মাধ্যমে৷