ইডির উদ্ধারকৃত সাড়ে তিন হাজার কোটির সম্পত্তি বাংলাকে দেওয়ার প্রতিশ্রুতি নেই বিজেপি-র ইস্তাহারে

Written by SNS April 15, 2024 11:48 am

নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি লোকসভা নির্বাচন আবহে নদীয়ার দলীয় প্রার্থীর সাথে বার্তালাপে বাংলায় উদ্ধারকৃত সাড়ে তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাংলার জনতাকে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে যে অর্থ উদ্ধার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সাধারণ মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়া হবে৷ নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে ফোনে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেছিলেন৷ কিন্ত্ত বিজেপির ইস্তেহারে এই ধরনের কোনও প্রতিশ্রুতির উল্লেখ নেই৷ রবিবার ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিজেপি দুর্নীতি রুখতে কড়া অবস্থান নেবে৷ দুর্নীতিবাজরা জেলে যাবে৷ কিন্ত্ত দুর্নীতিবাজদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা যে ভুক্তভোগীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, তেমন উল্লেখ নেই৷

গত ২৭ মার্চ অমৃতা রায়ের সঙ্গে কথা বলার সময় মোদি জানান, বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সাডে় ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷ সেই অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী বলেন, “কেউ স্কুল শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন, কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন৷ আমি আইনি পরামর্শ নিচ্ছি৷ বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে৷ এই টাকা গরিব মানুষের টাকা৷ ” কিন্ত্ত মোদির কোনও আইনি পরামর্শ নেওয়ার উল্লেখও নেই বিজেপির ইস্তেহারে৷ বাংলা নববর্ষের দিন ইস্তেহার প্রকাশ করে বাংলার আবেগ ধরার চেষ্টা করেছিল বিজেপি৷ কিন্ত্ত ইস্তেহারে সেভাবে আলাদা করে বাংলার জন্য কোনও প্রতিশ্রুতি নেই৷ বিজেপির কেন্দ্রীয় নেতাদের যুক্তি, ইস্তেহারে আলাদা আলাদা রাজ্যের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয় না৷ তবে সার্বিক ভাবে গোটা পূর্ব ভারতের পরিকাঠামো উন্নয়নের কথা বলা আছে৷