বিজেপি প্রার্থীর মুখেও হুমকি

Written by SNS April 25, 2024 2:41 pm

নিজস্ব সংবাদদাতা, বোলপুর,২৪ এপ্রিল– এবারের লোকসভা ভোটে গোরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সাঁইথিয়ার পিয়া সাহাকে৷ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিদায়ী সাংসদ অসিত কুমার মাল সোমবার ২২ মার্চ দ্বিতীয় বারের জন্য বোলপুর লোকসভা কেন্দ্র সিউড়িতে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকের দফতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ আর তার পরদিনই মঙ্গলবার ২৩ এপ্রিল সিউড়িতে একইভাবে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে পিয়া সাহা তাঁর মনোনয়নপত্র পেশ করেন৷ বিজেপি এবারের লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের প্রথম যে তালিকা প্রকাশ করে তাতে পিয়া সাহার নাম থাকায় তিনি প্রথম দিকে চরম তৎপরতার সঙ্গে প্রচারে নেমে পড়েন৷ আর পিয়া সাহার প্রচারের সূচনা লগ্নেই দেখা দেয় বিপত্তি৷ প্রার্থীর নামের একাধিক ভুল বানানে বিভিন্ন জায়গায় ‘পিয়া সাহা হঠাও, বিজেপি বাঁচাও, পিয়া সাহাকে বিজেপি প্রার্থী হিসেবে মানছি না, মানবো না’ পোস্টারে ছেয়ে যায়৷ যা নিয়ে পিয়া সাহা কোনও মন্তব্য না করে একেবারে গুম মেরে যান এবং তাঁর প্রচারেও খামতি দেখা দিতে শুরু করে, পিয়া সাহা বোলপুর লোকসভা কেন্দ্র বিনা লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে ‘উপহার’ দিচ্ছে, এমন মন্তব্যও শোনা যায়৷ বোলপুর লোকসভা কেন্দ্রে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই লোকসভা কেন্দ্রের নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান৷ তাঁদের দিক থেকে প্রথম থেকেই বলা হচ্ছে, বিজেপি–তৃণমূল কংগ্রেস ভোটের নামে ‘মিলিজুলি’ খেলা খেলছে৷ পিয়া সাহার নিশ্চুপ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে সেই ‘মিলিজুলি’ মত-ই প্রাধান্য পেয়ে যায়৷ কিন্ত্ত সিউড়িতে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বেশ কিছুটা চাঙ্গা ভাব নিয়ে ভোট ময়দানে নেমে পিয়া সাহা যে মন্তব্য করেছেন তাতে বিজেপি যে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ ভোটের কথা বলছে তারসাথে একেবারেই খাপ খায় না বলে বলা হচ্ছে৷

বিজেপি বিরোধীরা বলছেন, পিয়া সাহার হুমকি উচ্চারণের মধ্যে দিয়ে বিজেপির হিংসাশ্রয়ী রূপটাই ফুটে উঠেছে৷ পিয়া সাহা তাঁর জয়ের ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী হয়েও বলেছেন, ভোট এলেই বিরোধীরা ধমকাবে, চমকাবে, মারবে, গুলি করবে সন্ত্রাস সৃষ্টি করবে–এটাই ওদের কাজ৷ আমরাও বার্তা দিচ্ছি যে, নির্বাচনে আমাদের কোনও কার্যকর্তার গায়ে হাত পড়লে, আগামী দিনে আপনিও বুঝে নেবেন মারের বদলে মার হবে৷ আর পিয়া সাহার এই হুমকি উচ্চারণ নিয়ে বিভিন্ন মহলে যেমন সমালোচনা হচ্ছে তেমনি অনেকেই বলছেন, গুজরাট দাঙ্গার পৃষ্ঠপোষক দলের প্রার্থীর মুখে যা শোভা পায়, উনি তাই-ই করেছেন৷ এতে বিস্মিত হওয়ার মতো কিছু নেই৷