• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভাঙ্গড় ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকির সমর্থকদের পথ অবরোধ

সিদ্দিকির সভার পর সভায় যোগদানকারীদের কয়েকজনকে শওকত অনুগামীরা মারধোর করায় প্রতিবাদে বৃহস্পতিবার ঘটকপুকুরে পথ অবরোধ করল আব্বাস সর্মথকরা।

প্রতিকি ছবি (Photo: iStock)

বুধবার ভাঙ্গড় বোদরা অঞ্চলের চাদঁপুর গ্রামে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকির সভার পর সভায় যোগদানকারীদের কয়েকজনকে শওকত অনুগামীরা মারধোর করায় প্রতিবাদে বৃহস্পতিবার ঘটকপুকুরে পথ অবরোধ করল আব্বাস সর্মথকরা।

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ। দোষীদের গ্রেফতার করা হবে আশ্বাস দিলে অবরোধ ওঠে। অবরোধের জেরে বাসন্তী হাইওয়েতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। আব্বাস অনুগামীদের এদিন পুলিশকে হুঁশিয়ারির দিয়ে বলেন মুখে বললে হবে না যারা মারছে সবকটাকে ধরতে হবে। এখনো আইনের উপর ভরসা রাখছি এরপর মারের বদলা মার। কেউ রুখতে পারবে না।

Advertisement

এদিন মাস্ক ছাড়াই শতাধিক মানুষের জমায়েত হয়। দু’একজন মাস্ক পড়লেও তা ছিল মুখ থেকে নামানো। অশান্ত জনতা সামলাতে ব্যস্ত পুলিশের মুখে মাস্ক নেই। অদ্ভুত পরিস্থিতি। করোনাকে নিয়ে কারও কোনো ভয় সচেতনতা নেই। ভিড়ের মাঝে ছুড়ে দেয় কথা আমরা পবিত্র আমাদের করোনা হবে না।

Advertisement

পারলে তাদের ধরো যারা রাতের বেলায় পুলিশের পোশাক পড়ে হাতে মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আব্বাসের ছেলেরা। আইন হাতে নেবে না। শান্তি চায়। তোমরা পুলিশ আইন মেনে ওদের না ধরলে কি হবে দেখে নিও। আমাদের ঘরের মেয়েদের গায়ে হাত তুলছে। শওকত এর গ্রেফতার চাই। অশান্ত ভাঙ্গড়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রতিক্রিয়া দিতে নারাজ।

Advertisement