• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ

অভিযোগ দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার ঢেঙ্গাপাড়া এলাকায় রাস্তাটি একেবারে বেহাল দশা। রাস্তার উপর বড় বড় গর্ত তৈরী হয়েছে।

Protesters, enraged crowd of people silhouette vector, angry mob

বিদ্যালয়ের সামনে ভাঙ্গাচোরা রাস্তা। সেই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এদিন এই ঘটনাটি ঘটেছে বিনপুর থানার দহিজুড়ী মহাত্মা বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে।

অভিযোগ দহিজুড়ী পড়িহাটি পিচ রাস্তার ঢেঙ্গাপাড়া এলাকায় রাস্তাটি একেবারে বেহাল দশা। রাস্তার উপর বড় বড় গর্ত তৈরী হয়েছে।

Advertisement

এই গর্তের জেরে সন্ধ্যের পর প্রায় দিনেই দুর্ঘটনা কবলে পড়ছেন মানুষজন।

Advertisement

এমনকি বিদ্যালয়ে আসতে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। এই অবস্থায় বারে বারে স্থানীয় মানুষজনেরা আবেদন নিবেদন করছেন।

তাতেও রাস্তা সারানোর কোনো রমক ভাবে ব্যাবস্থা গ্রহন করেনি প্রশাসন। স্কুলের পক্ষ থেকে ইট দিয়ে কিছুটা রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু হাল ফেরেনি।

অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে থাকা বড় বড় গর্ত জলে ভরে যাচ্ছে। ফলে নিত্যদিনেই সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা।

এদিন এই রাস্তা মেরামতের দাবিতে সকাল ১০ থেকে প্রায় ৪৫ মিনিট দহিজুড়ী পড়িহাটি রাস্তা অবরোধ করেন। পরে অবরোধের খবর পেয়ে বিনপুর থানার আইসি নিজে ঘটনাস্থলে আসেন।

এরপর পুলিশকে লিখিত অভিযোগ জানালে পুলিশ রাস্তা সারানোর আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বাসিন্দারা।

Advertisement