নির্বাচনের দিন কমিশনের নির্দেশে নিজের এলাকাতেই বন্দি উদয়ন

Written by SNS April 19, 2024 11:51 am

সুভাষ মন্ডল, কোচবিহার – শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচনের দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও দিনহাটার বিধায়ক এবং তৃণমূল নেতা উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ করল নির্বাচন কমিশন৷ এই খবর ছডি়য়ে পড়তেই গোটা কোচবিহার জেলা বিশেষ করে উদয়ন গুহর এলাকা দিনহাটায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়৷ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের দিন উদয়ন গুহ দিনহাটায় তার এলাকার বাইরে যেতে পারবেন না৷ দিনহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার বাডি়৷ এই বাডি়র নিকটেই দিনহাটার উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি বিভিন্ন নির্বাচনে ভোট দেন৷ এখানে উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের কাছে সোমবার লেখা এক চিঠিতে নং MOS(NP)MHA/COB/2024/04/56 dt.15.04.2024 নির্বাচনের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য আর্জি জানান৷ ওই চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, ভোট ঘোষণার পর রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ তাঁর (নিশীথ প্রামানিক) ওপর পরপর দুবার হামলা চালান৷ কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচন কমিশনকে লেখা তার চিঠিতে উল্লেখ করেন, উদয়ন গুহ তৃণমূলের গুন্ডাদের মাস্টারমাইন্ড৷ এছাড়া, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় তার গুন্ডা বাহিনীর আক্রমণে বহু লোককে ঘর ছাড়তে হয়েছিল৷ নিশীথ প্রামাণিকের অভিযোগ, তৃণমূল নেতা উদয়ন গুহর উপর্যুপরি ঘৃন্য ও উস্কানিমূলক বক্তব্যে বহু বিজেপি কর্মী ও তার পরিবার ঘর ছাড়া হয়৷ তাদের ঘরবাডি় ভাঙচুর করা ছাড়াও অনেক নিরীহ পরিবারের মানুষকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷

ঘটনার গুরুত্ব উপলব্ধি করে রাজ্যপাল জগদীপ ধনকর আসেন দিনহাটায়৷ জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে তার নাম অভিযুক্তের তালিকায় রেকর্ডভুক্ত৷ নির্বাচনের দিন তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা না হলে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলায় তার স্বেচ্ছাচারিতায় এখানে গণতন্ত্রের উৎসব ভূলুণ্ঠিত হয়ে পড়বে বলে ওই চিঠিতে নিশীথ প্রামাণিক তার আশঙ্কা প্রকাশ করেন৷ কেন্দ্রীয় মন্ত্রী উক্ত চিঠিতে উদয়ন গুহর বিরুদ্ধে তার এহেন আচরণের কথা উল্লেখ করে দিনহাটা সহ গোটা কোচবিহার লোকসভা কেন্দ্রে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের দাবি জানান৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অভিযোগ, ভোট ঘোষণার পর থেকেই উদয়ন গুহ বিজেপি কর্মীদের ওপর বিভিন্ন প্রকার অত্যাচার শুরু করেছে৷

এদিকে, নির্বাচন কমিশন উদয়ন গুহকে দিনহাটায় তার গতিবিধি নিয়ন্ত্রণ করার কথা ঘোষণার আগেই তিনি প্রতিক্রিয়ায় গতকাল বলেন, তাঁকে তাঁর এলাকায় আটকে রাখলে তিনি একা নন, তার মতো তৃণমূল কংগ্রেস দলের হাজার উদয়ন গুহ রাস্তায় থাকবে৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্দেশের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে এ ধরনের কোন আদেশনামা হাতে পাননি৷ তিনি খুশি হবেন যদি তাঁকে তাঁর এলাকায় আটকে রেখে দিনহাটায় শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব হয়৷ উদয়ন গুহ প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তিনি লক্ষ্মণের গণ্ডির ভিতর থাকার পর বাইরে যদি কোন অশান্তি হয় তার দায় কে নেবে? নির্বাচন কমিশন নাকি নিশীথ প্রামানিক৷ তার কথায়, তিনিও শান্তিপূর্ণ ভোট চান৷ শান্তিপূর্ণ ভোট হলে তিনিও খুশি হবেন৷ তিনি দাবি করেন, যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তাতে তাঁকে বের করে দিয়ে তাঁর বাডি় এবং নিশীথ প্রামাণিককে বের করে দিয়ে তাঁর বাডি় তল্লাশি চালানো হোক৷ কার বাডি়তে অবৈধ টাকা-পয়সা কিংবা সমাজ বিরোধীদের আশ্রয় রয়েছে তা বোঝা যাবে৷

উদয়ন গুহ তাঁর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন৷ উদয়ন গুহ বলেন, একজন প্রার্থীর কথায় যদি তাঁকে গন্ডি কেটে বন্দি করে দেওয়ার ফন্দি আঁটা হয় তা দিনহাটার মানুষ বুঝে নেবে৷ নির্বাচন কমিশনের কাছে কোন অ্যাডভার্স রিপোর্ট অথবা আইবি রিপোর্টে তাঁর নাম থাকলে সেটা একরকম বিষয়৷ কিন্ত্ত একজন প্রার্থীর আর্জি অনুযায়ী কি করে এই নির্দেশ নির্বাচন কমিশন দিতে পারে তাও তার জিজ্ঞাসা৷ এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, উদয়ন গুহ ভোট ঘোষণার আগে থেকেই দিনহাটার ভোটারদের নানাভাবে হুমকি প্রদর্শন করছেন এবং তাদের দোকানপাট, বাডি়ঘর ভেঙ্গে দেওয়ারও ভয় দেখাচ্ছেন৷