কোচবিহারের সভায় সব পরিবারকে নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি দিলেন মোদি

Written by SNS April 5, 2024 12:12 pm

নিজস্ব প্রতিনিধি— সম্প্রতি দেশজুডে় লাগু হয়েছে সিএএ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা৷ এই আইন নাগরিকত্ব দেওয়া নয়, বরং কেডে় নেওয়ার ষড়যন্ত্র বলেই দাবি করছে তৃণমূল৷ বাংলার মানুষেরা এই সিএএ-র জেরে ‘অনুপ্রবেশকারী’ হয়ে যাবেন বলেই দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এসে নরেন্দ্র মোদি সাফ জানালেন, ‘তৃণমূল ও বামেদের তরফে ভুল বোঝানো হচ্ছে৷ সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি৷’ বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে মোদি বলেন, “সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি৷ বাংলার সব পরিবারকে আমি বলব, তৃণমূল, বামেরা ভয় দেখাবে৷ কিন্ত্ত কেউ ভয় পাবেন না৷ আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন৷ আপনারা মোদির গ্যারান্টিতে নিশ্চিন্তে ভরসা করতে পারেন৷ ”সিএএ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোডে়ন চলছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, তিনি কোনওভাবেই সিএএ লাগু হতে দেবেন না৷ কারও নাগরিত্ব কাড়তে দেবেন না৷ তিনি বার বার জানিয়েছেন, সিএএ আদতে নাগরিকত্ব কেডে় নেওয়ার ফন্দি৷ এসবের মাঝেই অবশেষে মার্চের মাঝামাঝি সময়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে৷ দেশজুডে় জারি হয় সিএএ৷ তার পর তৃণমূলের তরফে এবং মুখ্যমন্ত্রী নিজেও সকলকে বলেছেন কেউ যেন সিএএ-এর জন্য আবেদন না করেন৷ আবেদন করলেই নাগরিকরা নাগরিকত্ব হারাবেন, অনুপ্রবেশকারীতে পরিণত হবেন৷ এরফলে সিএএ আদৌ বিপদ বাড়াবে কি না? তা নিয়ে সন্দিহান হয়ে পডে়ছেন অনেকেই৷ এই পরিস্থিতিতে, সিএএ কার্যকর হওয়ার পর এই প্রথম বাংলায় এলেন মোদি৷ সেখানেই সিএএ নিয়ে সকলকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷