আশরফ গনিকে আশ্রয় দিল সংযুক্ত আরব আমিরশাহি

সংযুক্ত আরব আমিরশহিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। মানবাধিকার তাগিদে তাকে আশ্রয় দিয়ছে সে দেশের সরকার।

Written by SNS United Arab Emirates | August 19, 2021 12:12 pm

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি (Photo: IANS)

সংযুক্ত আরব আমিরশহিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। মানবাধিকার তাগিদে তাকে আশ্রয় দিয়ছে সে দেশের সরকার। বুধবার সন্ধ্যায় আমিরশাহিতে বিদেশ মন্ত্রক গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘােষণা করে।

লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্র এবং আন্তর্জাতিক সহযােগিতা বিভাগ মানবিকতার তাগিদে আফগান প্রেসিডেন্ট আশরফ গনি এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছে।

রবিবার তালিবান কাবুল দখল করার পরই দেশ ছেড়ে চলে যান গনি। প্রথমে শােনা যায়, তাজিকিত্তানে আশ্রয় নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু সে দেশের সরকার তাকে ফিরিয়ে দেয়। এরপর গনি ওমানে রয়েছেন বলেও খবর মেলে।

শেষমেশ জানা গেল, সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন তিনি। এই মুহূর্তে গনি এমন এক প্রাক্তন রাষ্ট্রনেতা, যাঁর গায়ে ‘পার্সন নন গ্রাটা’ তকমা সেঁটে গিয়েছে। কূটনীতির ভাষায় এর অর্থ, এমন এক রাষ্ট্রনেতা, বিশিষ্ট ব্যক্তি অথবা কুটনীতিবিদ, সব দেশে যার প্রবেশে অনুমতি নেই।

এর আগে, ২০১৭ সালে তাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলুক শিনাওত্রা দুবাইতে আশ্রয় পান। স্পেনের রাজা হুয়ান কার্লোস গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতেই আশ্রয় নেন।

২০০৭ সালে পাকিস্তানে খুন হওয়ার আগে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দীর্ঘ আট বছর সংযুক্ত আরব আমিরশাহির আশ্রয় ছিলেন।