তালিবানরা কাবুল দখল নিশ্চিত করার আগেই চারটে গাড়ি আর একটা হেলিকপ্টার ও প্রচুর নগদ অর্থ নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। যদিও জায়গার অভাবে হেলিকপ্টারে টাকাপয়সা তিনি নিয়ে যেতে পারেননি।
কাবুলের রুশ দূতাবাস সূত্রে এমনটাই জানা যাচ্ছে। গনি কোথায় গিয়েছেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, রব্বিার তাজিকিস্তানে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। সে কারণে তিনি আমেরিকা গিয়েছেন।
Advertisement
যদিও নেট মাধ্যমে গনি লিখেছেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কাবুলের রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো জানিয়েছেন, ‘ওই চারটি গাড়িতে শুধু টাকাই ছিল। একটি হেলিকপ্টারেও টাকা ভরে নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর টাকা পড়ে রয়েছে টারম্যাকে।
Advertisement
Advertisement



