দেব-ভূমে পা রাখছেন অভিষেক! লক্ষ্য ঘাটাল রক্ষা

Written by SNS April 4, 2024 1:16 pm

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা, সাংগঠনিক সভা নিয়ে ব্যস্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এরই মাঝে ঘাটালের প্রচারে দিতে চলেছেন নতুন চমক৷ সব কিছু ঠিকঠাক থাকলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবার পদার্পন করবেন দেব ভূমে অর্থাৎ ঘাটালে৷ আগামী ৭ই এপ্রিল, রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে প্রচারে নামবেন অভিষেক৷ সেখানে এক সঙ্গে রোড-শো করতেও দেখা যাবে তৃণমূলের দুই যুব সাংসদকে৷

এক্ষেত্রে উল্লেখ্য, তৃণমূল যে সকল লোকসভা কেন্দ্রগুলিতে অধিক গুরুত্ব দিচ্ছে তার মধ্যে ঘাটাল অন্যতম৷ তার প্রমান মিলেছে দেব লোকসভা ভোটে দলের হয়ে না লড়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই৷ ঘাটালের তিনটি প্রশাসনিক পদ ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন দেব৷ তার পরেই সমাজমাধ্যমে একটি পোস্টে দেব লিখেছিলেন, “সংসদে আমার শেষ দিন৷” যদিও এ বিষয়ে কখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানাননি দেব৷ ঘটনাপ্রবাহ যে দিকে এগোচ্ছিল তাতে জল্পনা তৈরি হয়, আসন্ন লোকসভা ভোটে আর প্রার্থী হতে চাইছেন না দেব৷ প্রশ্নের দানা বাধঁতে শুরু করে বাংলার মানুষের মনে৷ তবে এরপরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব৷ বৈঠকের পরের দিনই সব জল্পনার অবসান ঘটিয়ে দেব নিজেই জানিয়ে দেন যে, লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই লড়বেন তিনি৷ দেবের মন পরিবর্তনের পেছনে যে যুবরাজ অভিষেকের হাত রয়েছে তা বলা বাহুল্য৷

সাধারণ ভাবেই অভিনেতা দেব তৃণমূলের ভরসার কাঁধ৷ দলের আরও দুই তারকা প্রার্থী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের ক্ষেত্রে তেমনটা করেনি দল৷ মিমি চক্রবর্তী ভোটে দাঁড়াবেন না তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কিন্ত্ত তা সত্ত্বেও তাঁর সাথে পৃথক ভাবে আলোচনায় বসেনি দলের শীর্ষ নেতৃত্বরা৷ অভিনেত্রী নুসরত জাহান গত লোকসভা নির্বাচনে নিজ কেন্দ্রে জয়ের মুকুট পড়লেও, এবার রয়ে গিয়েছেন বাদের তালিকায়৷ তবে কেন ব্যতিক্রমী অভিনেতা দেব? এর উত্তরটা নিতান্তই জলের মতো স্পষ্ট৷ ঘাটালের মানুষের দেব-আবেগই বারংবার অভিনেতাকে রাজনৈতিক মঞ্চে নিয়ে আসে৷ দেবের প্রতি ঘাটালবাসীর এই ভালোবাসা, দেবের দায়িত্বপরায়ণতা এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঘাটালে তৃণমূলের হাত শক্ত করতে চাইছেন অভিষেক৷ এটিই ঘাটাল রক্ষায় অভিষেকের ‘মাস্টার প্ল্যান’৷ তাই এ বার স্বয়ং দেবের হয়ে ভোটের প্রচারে নামতে রবিবার ‘দেব-ভূম’ ঘাটাল যাচ্ছেন তিনি৷

একটু অতীত ঘাঁটলে দেখা যাবে, ঘাটালে তৃণমূলের শিকড় নড়বড়ে হয়ে গেছে বিগত কয়েক বছরে৷ তার কারণ হলো ঘাটাল কেন্দ্রে বিজেপির প্রভাব বৃদ্ধি৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনে দেব বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের কিছু বেশি ভোটে হারিয়েছিলেন৷ সুতরাং বলাই যায়, বিজেপি প্রার্থীও দেব কে টক্কর দিয়ে ভালো ফল করেছিলেন৷ এরপর ২০২১-এর বিধানসভা ভোটে ঘাটালে ফোটে পদ্মফুল৷ তৃণমূলের শঙ্কর দোলুইকে হারিয়ে ঘাটালের বিধায়ক হন বিজেপির শীতল কপাট৷ পাশাপাশি ডেবরা এবং পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রেও বিজেপির ভোটের হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছিল৷ এই সকল বিষয় যথেষ্ট ভাবিয়েছে তৃণমূলকে৷ তাই পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন ভাবে প্রস্তুতি নিয়েছেন যুবরাজ৷ ঘাটালকে হাতছাড়া করতে নারাজ তিনি৷ তাই বিলম্ব না করে চলতি সপ্তাহেই দেব ভূমে পা রাখবেন তিনি৷ রবিবার দেবের সমর্থনে ঘাটাল থেকে অভিষেক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা৷