• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ ত্রিপুরায় অভিষেক

সােমবারই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের তরফে এ কথা জানানাে হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (File Photo: IANS)

সােমবারই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের তরফে এ কথা জানানাে হয়েছে। সােমবার ত্রিপুরায় দু’টি কর্মসূচি রয়েছে অভিষেকের। দুপুর ২ টো নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। তার পর দুপুর সাড়ে, টেয়। আগরতলার একটি হােটেলে সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক।

গত কয়েক দিন ধরে ক্রমাগত উত্তাপ বাড়ছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। ভােটকুশলী প্রশান্ত কিশােরের সংস্থা আইপ্যাক-এর ২৩ কর্মীকে আগরতলার হােটেল বন্দি করে রাখার ঘটনায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আক্রমণ করেছে তৃণমূল। বিপর্যয় মােকাবিলা আইনে আইপ্যাক-এর কর্মীদের তলবও করে আগরতলা পুলিশ।

Advertisement

যদিও আগাম জামিন নিয়েছেন তাঁরা। এর মধ্যেই মমতার নির্দেশে আইপ্যাক-এর কর্মীদের ছাড়িয়ে আনতে আগরতলায় গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেকে ও ব্রায়েন এবং কাকলি ঘােষ দস্তিদার। যদিও হােটেলে ঢুকতে দেওয়া হয়নি তাদের।

Advertisement

ইতিমধ্যেই ত্রিপুরা জুড়ে রাজনৈতিক কর্মসূচি বাড়াচ্ছে তৃণমূলও। শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক-সহ সাত জন নেতানেত্রী তৃণমূলে যােগ দিয়েছেন। এই অবস্থায় অভিষেক ত্রিপুরাবাসীর উদ্দেশে কী বার্তা দেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, আগে জানা গিয়েছিল দিল্লি থেকেই শুক্রবার সকালে দু’দিনের সফরে আগরতলার উদ্দেশে রওনা হবেন অভিষেক। কোভিড পরিস্থিতির কারণে সেখানে তিনি কোনও প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি করবেন না বলেও জানানাে হয়েছিল।

কিন্তু পরে সেই পরিকল্পনায় বদল হয়। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় ফিরে আসেন অভিষেক।

Advertisement