লোকসভা ভোটে পঞ্চায়েতে নজর দিতে বার্তা দিলেন অভিষেক

Written by Subhash Pal April 6, 2024 12:19 pm

নিজস্ব প্রতিনিধি – একের পর এক বিভিন্ন জেলায় পাড়ি দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ নির্বাচনী কমিটিগুলির সাথে বসছেন ম্যারাথন বৈঠকে, নির্ধারণ করছেন ভোটযুদ্ধের রণকৌশল৷ পরিকল্পনা মাফিক, শুক্রবার মালদা জেলায় পাড়ি দেন অভিষেক৷ সেখানেই মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সঙ্গে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশিল নিয়ে আলোচনায় বসেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে তৃণমূলের যে ফল হয়েছে তাতে স্পষ্ট এই দুই জেলার মানুষের আশীর্বাদের হাত তৃণমূলের ওপর রয়েছে৷ তৃতীয়বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে মালদা ও মুর্শিদাবাদ জেলার যে অবদান রয়েছে তা কার্যত অনস্বীকার্য৷ এই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং আপামর মানুষের সমর্থন যাতে অক্ষুন্ন থাকে তাই নিয়েই এই পর্যালোচনা বৈঠক৷

পাশাপাশি অভিষেক স্পষ্ট করে বলেন, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সে নিয়ে প্রতিটি ব্লক স্তরে আলোচনা হয়েছে এবং তিনি আশাবাদী মালদা উত্তর ও দক্ষিণ এই দুই লোকসভা কেন্দ্রেই ব্যাপক মার্জিনে তৃণমূলের জয় নিশ্চিত৷ সুতরাং, অভিষেক মালদার নির্বাচনী কমিটির সাথে বৈঠক করে দলীয় কর্মীদের ভুলত্রুটি গুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন৷ পাশাপাশি সেগুলির সংশোধনেরও বার্তা দেন৷ আগেও ডায়মন্ড হারবার, বীরভূম, ঝাড়গ্রামের সাংগঠনিক বৈঠক থেকে কড়া ভাষায় দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন তিনি৷ লোকসভা নির্বাচনে নির্দিষ্ট স্তরে ফল খারাপ হলে সরতে হবে ওই নির্দিষ্ট স্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে৷ আর কেবল এই হুঁশিয়ারী নির্দেশ রূপেই থেকে যাবে না, বাস্তবায়িত হবে ২১শে জুলাইয়ের মধ্যেই, বীরভূমের বৈঠক থেকে এমনটাই বলেছিলেন অভিষেক৷ অভিষেকের তৎপরতা জানান দিচ্ছে, রাজ্য জুড়ে কোনো জেলাতেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি৷ এমনকি পূর্বের ভুল আবার করলে, তার শাস্তি নিশ্চিত – দলীয় কর্মীদের এটিও বুঝিয়ে দিচ্ছেন তিনি৷ গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে চলা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাই জয়ের চাবিকাঠি, মালদার বৈঠক থেকে এটিও স্পষ্ট করেছেন অভিষেক৷

‘‘গ্রাম পঞ্চায়েত স্তরে সকলকে ডাকা সম্ভব হয়নি৷ আমি পঞ্চায়েত প্রধানদের সাথে নিজে কথা বলবো ভার্চুয়াল বৈঠকে” মালদার বৈঠক থেকে বেড়িয়ে এমনটাই বলেন অভিষেক৷