চলে গেলেন ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী

Written by SNS March 17, 2024 4:21 pm

নিজস্ব প্রতিনিধি— দক্ষ ও দাপুটে ক্রীড়া সাংবাদিক মানস চক্রবর্তী শনিবার দুপুরে প্রয়াত হলেন একটি বেসরকারি হাসপাতালে৷ কৃতি ছাত্র হিসাবে রহড়া রামকৃষ্ণ মিশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন৷ স্নাতক হবার পরে প্রথমেই তিনি ব্যাঙ্কে চাকরি করেন৷ তখন থেকেই খেলার উপরে তাঁর লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হতে থাকে৷ তার কিছুদিন বাদেই মানস চক্রবর্তী আনন্দবাজার পত্রিকায় যোগ দেন৷

তাঁর বলিষ্ট লেখা এবং খবর পরিবেশনে অনেককেই ছাপিয়ে যান৷ খুব তাড়াতাড়ি বাংলার ক্রীড়া জগতে বিশেষ জায়গা করে নেন তিনি৷ মানস চক্রবর্তী বলতেই এক্সক্লুসিভ খবর৷ ময়দানে তাঁকে দেখতে পাওয়া গেলেই ক্লাব কর্মকর্তারা বেশ চিন্তায় পড়ে যেতেন৷ একেবারে খবরের গভীরে গিয়ে আসল নির্যাসটা তুলে আনতেন৷ আর তার পরের দিনই খবরের কাগজে সেই দুরন্ত খবরটা পাঠকদের মনে আলোড়ন তুলতো৷
মানস চক্রবর্তী ফুটবলের প্রতি যে অনুরাগ ছিল তা অন্য ইভেন্টে সেইভাবে দেখতে পাওয়া না গেলেও অ্যাথলেটিক্সের উপরে তাঁর ধারণা ছিল অনেকের থেকে ভালো৷ বেশ কয়েবার বিশ্বকাপ ফুটবল কভার করতে গিয়েছিলেন বিদেশে৷ দীর্ঘদিন আনন্দবাজারের সঙ্গে যুক্ত থাকার পরে তিনি যোগ দিয়েছিলেন ক্রীড়া সম্পাদক হিসাবে কলকাতা টিভিতে৷ শেষ দিন পর্যন্ত তিনি এই চ্যানেলেই যুক্ত ছিলেন৷

শুধু খেলাধূলোর জগতের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল তাই নয়৷ সাহিত্য জগৎ থেকে বিনোদন, রাজনীতি থেকে সঙ্গীত জগতে তাঁর ওঠা বসা ছিল৷ বিশেষ করে গায়ক মান্না দে’র খুব কাছের মানুষ ছিলেন৷ তিনি খেলোয়াড়দের জন্য বিশেষ প্রদশর্নী ম্যাচের আয়োজন করে বেশকিছু অর্থ তুলে দিয়েছিলেন৷ তিনি মতি নন্দী স্মৃতি পুরস্কার দিয়ে ক্রীড়া সাংবাদিকদের সম্মানিত করতেন৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সহ সভাপতিও ছিলেন৷ বেতার ভাষ্যকার হিসাবেও বেশ কিছুদিন বিভিন্ন খেলার ধারাবিবরণী দিয়েছিলেন৷ তাঁর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে ক্রীড়া সাংবাদিক জগতে ও খেলার দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে৷